আজকের বিকেল বেলা

in #photography3 years ago

অনেকদিন পর আজ বিকেলে একটু বেরিয়েছিলাম হাটাহাটি করতে। ভালোই লাগছিলো।প্রথমে গেলাম শ্যামলী তে একটি জিনিস কেনার ছিল তার পর সেটা আবার একজায়গায় পাঠাতে হবে তাই কুরিয়ার অফিসে গেলাম।
সেখানে ও সিরিয়াল ,দাঁড়িয়ে দাঁড়িয়ে ধৈর্য প্রায় হারিয়ে ফেলেছিলাম ।
মোটামুটি আধঘন্টা খানেক দাঁড়ারোনোর পরে আমার সিরিয়াল এলো । তার পর সব ফর্মালিটিজিস কম্পিলিট করে কাজ টি শেষ করলাম এবার ভাবলাম বাসায় ফিরবো । ফেরা র পথে একটি পার্ক পড়ে ,সেখানে দেখলাম অনেক লোক ।কেউ বসে বসে বাদাম খাচ্ছে, কেউ শারীরিক কসরত করছেন , ফেরিওয়ালা রা এদিক ওদিক এটা ওটা বিক্রি করছে।
ছোট বেশ কয়েকটি বাচ্চা তাদের মা বাবার সাথে পার্কে এসেছে। করোনা র কারণে অনেকদিন ঘরবন্দি থেকে থেকে লোকজন একরকম অতিষ্ঠ হয়ে উঠেছে।তাই কিছুটা স্বস্তি র নিশ্বাস ফেলতে অনেকেই এখানে আসে।
পার্কের ছবি:
চিত্র:১
20210927_172232.jpg

চিত্র:২
20210927_172220.jpg

চিত্র:৩
20210927_172240.jpg

চিত্র:৪

![20210927_172324.jpg](https://cdn.steemitimages.com/DQmQ9GaWuxdochemFAioA2
P7RotvUNBuSgWPTDFzi9ChUbT/20210927_172324.jpg)

কিছুক্ষন পার্কে ঘুরাঘুরি করার পরে আমি বাসার উদ্দেশ্য রওনা দিলাম। পার্কের বাইরে কয়েকটি স্ট্রিট ফুডস এর দোকান আছে। সেই দোকান গুলো থেকে পার্কে বেড়াতে আসা অনেকেই তাদের পছন্দ মতো খাবার খেয়ে থাকে । খাবার গুলো বেশ টেস্টি আবার অতটা দামি ও নয় । সে জন্য মোটামুটি সস্তায় সবাই খেতে পারে ।আমার ও স্ট্রিট ফুড খেতে খুব ই মজা লাগে।

পার্কের পাশে দোকানগুলোর চিত্র:

চিত্র:১

বাদামের দোকান
20210927_172039.jpg

চিত্র:২
বাদাম এর দোকান২
20210927_172152.jpg

চিত্র:৩
ফলের দোকান
20210927_171911.jpg

চিত্র:৪
বাদাম বিক্রেতা খদ্দের এর আশায় বসে আছে-
20210927_172039.jpg

চিত্র:৫
আচার এর দোকান
20210927_172144.jpg
চিত্র:৬
চা এর ছোট্ট দোকান
20210927_172134.jpg
আমি বাদাম খেতে খু ব পছন্দ করি। এক প্যাকেট বাদাম কিনে নিয়ে আসতে আসতে চিবোতে চিবোতে বাড়ির দিকে রওনা হলাম।

Sort:  

সুন্দর ছিলো আপু ছবিগুলা😍😍😍