মহারোদ্দুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পর্ব-২৩

in #life6 years ago

১৮৪৩ খ্রিস্টাব্দে হিন্দুধর্ম ত্যাগ করে খ্রিস্টধর্ম গ্রহণের ফলে তাঁর পক্ষে হিন্দু কলেজে লেখাপড়া করা আর সম্ভব হয়নি।১৮৪৪ খ্রিস্টাব্দে তিনি বিশপস্ কলেজে ভর্তি হন। এ কলেজে অধ্যয়নকালীন তাঁর পক্ষে আরো গুরুত্বপূর্ণ বইপত্র পাঠ করার সুযোগ হয়েছিল।বিভিন্ন ভাষার বইপত্র তিনি পড়ার সুযোগ পান বিশপস্ কলেজে।এ সময়ে তিনি পরীক্ষার খাতায় ইংরেজির পাশাপাশি গ্রিক শব্দও লিখেছেন।