ফেরি করে নদী পার হওয়ার সময় ধারণ করা কিছু ফটোগ্রাফি(Some photographs taken while crossing the river by ferry)

in Beauty of Creativity21 hours ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি আমি শেয়ার করবো। তোমরা সবাই জানো যে, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করি। আসলে ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। বর্তমানে আমি কোথাও গেলে অনেক অনেক ফটোগ্রাফি করি। তাছাড়া আমার ফোনের গ্যালারিতে একদম জায়গায়ই নেই, এত পরিমাণ ফটোগ্রাফি করা হয় আমার এই ফোনের মাধ্যমে। অনেকদিন আগে বিশেষ একটি কাজে গেছিলাম শেওড়াফুলি নামক একটি জায়গায়। শেওড়াফুলি ঘাট থেকে ফেরিতে করে নদী পারাপার করতে হয়। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই অবস্থিত এই শেওড়াফুলি ঘাট। তাছাড়া কয়েকবার ভেঙ্গে ভেঙ্গে আমাকে এখানে পৌঁছাতে হয়েছিল।যাইহোক, শেওড়াফুলি ঘাটে গিয়ে কিছু সময় অপেক্ষা করতে হয়। তাছাড়া এখানে গিয়ে ফেরি পারাপারের জন্য আগেই টিকিট কেটে রাখতে হয়। আর ফেরি অন্য ঘাট থেকে এই ঘাটে কখন আসবে, সেই জন্য অপেক্ষা করতে হয়। আমিও তেমনটা করেছিলাম। তারপর শেওড়াফুলি ঘাটে ফেরি যখন চলে আসে তাড়াতাড়ি করে উঠে পড়ি । সেদিন বের গরমের একটা দিন ছিল। সূর্যের তাপও বেশ বেশি ছিল। যাইহোক, ফেরিতে করে যখন নদীর উপর দিয়ে অন্য ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম অনেক ভালো লাগছিল। চারপাশে দৃশ্য গুলো দেখে বেশ মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এই সময় আমি কিছু ফটোগ্রাফি করেছিলাম যা আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে। তোমরা এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে নদীর সৌন্দর্য খুঁজে পাবে।

20220815_171243.jpg

20220815_171241.jpg

20220815_171147.jpg

20220815_170415.jpg

20220815_170610.jpg


পোস্ট বিবরণ

catagoryphotoprahy
deviceSamsung Galaxy M31s
photographer@ronggin
locationSheoraphuli, Hooghly, West Bengal
বন্ধুরা, আজকের এই ফটোগ্রাফি মূলক ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  
 15 hours ago 

ফটোগ্রাফি করতে গেলে কিন্তু ধৈর্য এবং সময় দিয়ে করলে সেই ফটোগ্রাফি গুলো সবার কাছে বেশ ভালো লাগে। তাই আজকেও আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে কিন্তু দারুণ লেগেছে।

 14 hours ago 

ধন্যবাদ আপু, আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।