সন্তান হারানোর কষ্ট (তৃতীয় পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


তারপর তিনি বলতে শুরু করলেন দেখুন এই আন্দোলন বড় হলে সামলানো সরকারের পক্ষে মুশকিল হয়ে যাবে। এই জন্য সরকার চাচ্ছে শুরুতেই আন্দোলনটাকে শেষ করে দিতে। সেজন্য যদি বল প্রয়োগ করতে হয় সেটাও আমাদেরকে করতে বলা হয়েছে। প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াও গুলি করার নির্দেশও দেয়া হয়েছে। অতএব আপনাদের চিন্তা করার কিছু নেই। আর এখানে বল প্রয়োগ করার কারণে কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না সেই নিশ্চয়তা আমাদেরকে দেয়া হয়েছে।


1000010413.png

অতএব আপনারা নিশ্চিন্ত মনে কাজ শুরু করতে পারেন। এখন আপনারা বলেন কোন কোন থানায় কতজন বাড়তি পুলিশ সদস্য লাগবে। আর কি পরিমান অ্যামুনেশন লাগবে সেটাও জানাবেন। সাথে যদি আপনাদের জল কামান এবং এপিসির সাপোর্ট লাগে সেটাও জানাবেন। যদিও এপিসি মূল শহরে ছাড়া অন্য কোথাও দেয়া সম্ভব না। আপনার সাথে কথা বলার পরে পুলিশ লাইনে কিছু পুলিশ রেখে বাদবাকি সব আপনাদের ভেতরে ভাগ করে দেয়া হবে। তবে একটা কথা মনে রাখবেন।

যে কোন ভাবেই হোক এই আন্দোলনকে বাড়তে দেয়া যাবে না। অতি দ্রুত এই আন্দোলনকারীদেরকে রাস্তা থেকে হটিয়ে দিতে হবে। এসপি সাহেবের কথা শুনে আফসার সাহেবের মনে একটা অজানা আশঙ্কা কাজ করতে লাগলো। সে চিন্তা করতে লাগলো ছাত্রদের এরকম একটা নিরীহ আন্দোলন দমন করার জন্য তাদেরকে এত ক্ষমতা দেয়া হচ্ছে কেন? এর পেছনে কি অন্য কোনো রাজনীতি আছে নাকি? পরবর্তীতে সে চিন্তা করলো বাকি সবার যা হবে তারও তাই হবে। এগুলি নিয়ে বেশি চিন্তা-ভাবনা করে লাভ নেই। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ