"জন্মাষ্টমী উপলক্ষে রং পেন্সিল দিয়ে পোস্টার ড্রয়িং"

in আমার বাংলা ব্লগ25 days ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা।আজ শ্রী কৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন বিষ্ণুর অবতার। আর তার এই পবিত্র জন্মতিথিকে বলা হয় জন্মাষ্টমী। এটি একটি প্রাচীন ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন পৃথিবী থেকে দুরাচারী দুষ্টুদের দমন ও স্বজনদের রক্ষা করার জন্য এ মহা অবতার স্বর্গ থেকে পৃথিবীতে এই দিনে আবির্ভূত হয়েছেন। প্রাচীন ধর্মগ্রন্থ সঙ্গীতা ও সেই সাক্ষ্য গ্রহণ করেছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়।

কৃষ্ণ শব্দের সংস্কৃত অর্থ হলো কালো। কৃষ্ণের মূর্তিতে না তার গায়ের রং কালো এবং নীল দেখানো হয়। তার রেশমির ধুতি সাধারণত হলুদ রঙের এবং মাথার মুকুটে একটি ময়ূরপুচ্ছ থাকে। রাখি বন্ধনের ঠিক আট দিন পরে ছাড়া ভারত কৃষ্ণ জন্মাষ্টম উৎসব পালন করা হয়। দক্ষিণ ভারতের পালন করা হয় গোকুলাষ্টমী। শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা ,বলরাম ,সুভদ্রার, পূজা করা হয়। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায় তার মামা কংশের কারাগারে।তবে তিনি বেড়ে ওঠেন গোকুলে। সেজন্য মথুরা ও বৃন্দাবনে এই উৎসব সবচেয়ে বড় করে পালন করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ঘরে ঘরে শ্রী কৃষ্ণ রূপে ছোট গোপালের পূজা করা হয়। তার পছন্দের খাবার তৈরি করে তার ভোগ নিবেদন করা হয়। আজ অনেক দিন পর পোস্টার ড্রইং করছি। তবে আমার ভাই অনেকটা সাহায্য করেছে । আসলে এখন অনেকসময় বসে কোনকিছু করতে পারি না। তাই কিছু করতে গেলে সবার সাহায্য নিয়ে করতে হয়। তবুও শেষ পর্যন্ত যে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। অনেক দিন পর আবার কিছু আঁকার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কেমন লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG-20240827-WA0001.jpg

উপকরণঃ
১.সাদা কাগজ
২. স্কেল
৩. রং পেন্সিল
৪. রবার

IMG_20240826_220114.jpg
প্রস্তুতকারক:
১.প্রথমে সাদা কাগজে পেন্সিল দিয়ে কিছু ছোট ফুলের মালার মতো এঁকে দিলাম। আর একটি ননী হাড়ি আঁকা হলো।

IMG_20240826_222717.jpg

IMG20240826224802.jpg
২. হাড়ির গলায় দড়ির মতো এঁকে দিলাম। এবার হাড়িটি বিভিন্ন ধরনের নকশা এঁকে দিলাম।আর একটা সুসজ্জিত বাঁশী এঁকে দিলাম।

IMG_20240826_230501.jpg

IMG_20240826_231529.jpg

IMG_20240826_233049.jpg
৩. যেহেতু শ্রী কৃষ্ণের জন্মদিন তাই কিছু লাড্ডু এঁকে দিলাম। এবার বিভিন্ন রং করে দিলাম।

IMG_20240827_001007.jpg

IMG_20240827_005629.jpg

IMG_20240827_235909.jpg

খুবই সিম্পল একটা ড্রয়িং। আশা করি আপনাদের ভালো লাগবে।

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @tanuja,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 25 days ago 

বৌদি আপনাকেও জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। বৌদি অনেক দিন পর আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি এত অসুস্থতার মাঝেও আমাদের সাথে এত সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার আর্ট সবসময়ই আমাদের কাছে অনেক ভালো লাগে। আপনি যেহেতু অনেকক্ষণ বসে থাকতে পারেন না সেজন্য আপনার ভাই এর সাহায্যে সম্পূর্ণ আর্ট শেষ করেছেন জেনে ভালো লাগলো। সম্পূর্ণ আর্ট শেষ করে কালার করাতে দেখতে আরও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ বৌদি এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 25 days ago 

জন্মাষ্টমী উপলক্ষে রং পেন্সিল দিয়ে পোস্টার ড্রয়িং করেছেন দেখে মুগ্ধ হয়েছি বৌদি। আপনার অঙ্কন চিত্রটি অসাধারণ হয়েছে। অনেক দক্ষতার সাথে আপনি অঙ্কনটি করেছেন আর ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Wow so cute radhe radhe

 25 days ago 

দারুন সুন্দর আঁকলেন শ্রীকৃষ্ণের মাখন এর হাঁড়ির ছবি। একদম প্রথম স্তবকে কৃষ্ণ প্রসঙ্গের ব্যাখ্যা বেশ ভালো লাগলো। তিনি ভগবানের ভগবান। আর এই জন্মাষ্টমী তিথি তো তার জন্যই নিবেদিত। দুর্দান্ত ভাবে ছবির মাধ্যমে কৃষ্ণের জন্মদিন উদযাপন করলেন। এমন শৈল্পিক নিবেদন জন্মাষ্টমীর মাত্রা আরো অনেকটা বাড়িয়ে দিল।

 24 days ago 

দিদি অনেকদিন পর আপনার আর্ট দেখতে পেলাম।আপনি আপনার ভাইয়ার সাহায্য নিয়ে দারুন একটা আর্ট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। জন্মাষ্টমী উপলক্ষে রং পেন্সিল দিয়ে পোস্টার ড্রয়িংটি দেখে খুবই ভালো লাগলো দিদি।অসংখ্য ধন্যবাদ দিদি।

 24 days ago 

আরে বাহ্ বৌদি, আপনি তো দেখছি আপনাদের জন্মাষ্টমী উপলক্ষে দারুন একটা আর্ট করেছেন আজকে। যদিও এ বিষয়ে তেমন কোনো কিছুই জানা নেই, কিন্তু আপনার পোষ্টের মাধ্যমে কিছু কিছু বিষয় জানতে পেরে ভালো লাগলো। আমার কাছে আপনার রং পেন্সিল দিয়ে অঙ্কন করা এই আর্ট দেখতে অনেক বেশি ভালো লেগেছে। পুরোটা আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দেখে আরো ভালো লাগলো

 23 days ago 

বাহ্! আর্টটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি বৌদি। বিশেষ করে হাঁড়িটা দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। তাছাড়া কালার করার কারণে আর্টটি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। জন্মাষ্টমী উপলক্ষে এতো চমৎকার একটি আর্ট করে আমাদের সাথে করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। ভালো থাকবেন সবসময়।

🎨💕 ছোট ফুলের মালা এবং ননী হাড়ি আঁকে দিয়েছেন, তারপর হাড়ির গলায় দড়ির মতো এঁকে দিয়েছেন আর বিভিন্ন ধরনের নকশা এঁকে দিলাম। সুসজ্জিত বাঁশী, রঙ-পূর্ণ লাড্ডু আর হাড়ি আঁকে দিয়েছেন। 🌸💃