আর্ট || তিনটি চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট ।

in আমার বাংলা ব্লগ13 hours ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে আমি তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করবো। তোমরা সবাই জানো যে, আমি ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি ভালবাসি। প্রতি সপ্তাহে আমি বিভিন্ন ধরনের আর্ট তোমাদের সাথে শেয়ার করে থাকি। তবে এর মধ্যে ম্যান্ডেলা আর্টই বেশি শেয়ার করা হয় আমার। আর ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে আমি একটা বিষয় সবসময় খেয়াল রাখি যে, ম্যান্ডেলা আর্টের ভিন্নতা নিয়ে আসতে। অনেক ভেরিয়েশন এর ম্যান্ডেলা আর্ট করা সম্ভব। আজকে তোমাদের সাথে আমি তিনটি চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। আমি যথাসম্ভব চেষ্টা করেছি, আর্টটি নিখুঁতভাবে সম্পন্ন করার। কারণ ম্যান্ডেলা আর্ট গুলো মূলত যত বেশি সময় ও ধৈর্য নিয়ে করা যায় আর্টগুলো ততই নিখুঁত ও সুন্দর হয়ে ওঠে। আমি বেশ অনেকটা সময় নিয়েই এই আর্টটি করেছি। যাইহোক, আমি আর্টের প্রত্যেকটি ধাপ স্টেপ বাই স্টেপ নিচে শেয়ার করেছি। তোমরা যদি কেউ এই আর্টটি শিখতে চাও তাহলে নিচের স্টেপ গুলো ফলো করে খুব সহজেই শিখে নিতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে আর্টটি দেখে নেওয়া যাক।

InShot_20240922_041348877.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●সাদা আর্ট পেপার
●বিভিন্ন কালারের স্কেচ পেন
●কালো জেল পেন
●পেন্সিল

20240906_155031.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, পেন্সিলের সাহায্যে পরপর তিনটি কাপের চিত্র অংকন করে নিলাম।

20240906_115358.jpg

দ্বিতীয় ধাপ

এবার কালো জেল পেনের সাহায্যে পুরো চিত্রটি হাইলাইটস করে নিলাম এবং চিত্রের কিছু কিছু অংশে কালো জেল পেনের সাহায্যে কালার করে নিলাম।

20240906_121002.jpg20240906_123243.jpg20240906_145143.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে, চিত্রের সবথেকে নিচের কাপটিতে কালো জেল পেনের সাহায্যে কিছু ডিজাইন করে নিয়ে বিভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে তা কালার করে নিলাম।

20240906_150222.jpg20240906_150759.jpg

চতুর্থ ধাপ

এবার চিত্রের দ্বিতীয় কাপটিতেও কালো জেল পেনের সাহায্যে কিছু চিত্র অঙ্কন করে নিয়ে বিভিন্ন কালারের স্কেচ পেন দ্বারা তা কালার করে নিলাম।

20240906_152437.jpg20240906_153026.jpg

পঞ্চম ধাপ

এখন তৃতীয় কাপটিতেও একইভাবে কালো জেল পেন দিয়ে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করে নিয়ে বিভিন্ন কালারের স্কেচ পেন দ্বারা চিত্রটি কালার করে নিলাম।

20240906_154527.jpg20240906_155319.jpg

ষষ্ঠ ধাপ

এবার সর্বশেষ ধাপে চিত্রের নিচে নিজের নাম লিখে চিত্র অঙ্কনের কাজ সম্পন্ন করলাম।

20240906_155425.jpg20240906_155453.jpg

20240906_155647.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই তিনটি চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  
 7 hours ago 

তিনটি চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর ভাবে আপনি এই মেন্ডেলা চিত্রটি অংকন করেছেন। আসলে এই ধরনের চিত্রগুলো দেখতে আমার খুবই ভালো লাগে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 hours ago 

তিনটি চায়ের কাপের ম্যান্ডেল আর্ট অংকন করেছেন দাদা, দেখতে খুবই সুন্দর লাগছে তাছাড়া উপরের কাপ থেকে মনে হচ্ছে ধোঁয়া উঠছে এটা বেশি সুন্দর লেগেছে।

 10 hours ago 

খুবই চমৎকার একটি মেন্ডেলা একেছেন ফুল পাতার মেন্ডেলা দেখেছি এভাবে চায়ের কাপের মেন্ডেলা দেখিনি কখনো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

 9 hours ago 

ম্যান্ডেলা আর্ট গুলো কমিউনিটির মধ্যে তেমন একটা দেখতে পাওয়া যায় না। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে তিনটি চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মাধ্যমে আজকে খুবই সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখতে পারলাম। আপনি দেখছি ম্যান্ডেলা আর্ট করতে বেশ পারদর্শী।

 8 hours ago 

ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে তিনটি চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি হাতের কাজ দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছে ভাই। আসলে এগুলো তৈরি করার পরে বিভিন্ন ধরনের কালারিং পেন ইউজ করেছেন এই কারণে দেখতে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 hours ago 

বেশ দারুন একটি আর্ট করেছেন ভাইয়া।এই আর্ট গুলো করা খুব একটা সহজ নয়। খুব সময় ও ধৈর্য সহকারে আর্ট গুলো সম্পূর্ণ করতে হয়। আপনি বেশ সময় নিয়ে এবং শ্রম দিয়ে আর্ট টি ফুটিয়ে তুলেছেন। বেশ ছোট ছোট ডিজাইনের মাধ্যমে আর্ট টি বেশ সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 hours ago 

এভাবে চায়ের কাপ সাজিয়ে রাখলে তো পড়ে গিয়ে ভেঙ্গে যাবে। এত সুন্দর কাপগুলো ভাঙ্গলে খুব খারাপ লাগবে। আপনার আজকের ম্যান্ডেলার আর্টটি কিন্তু চমৎকার হয়েছে। বিশেষ করে একটির উপরে আরেকটি কাপ রাখার কারণে আরো বেশি ভালো লাগছে। ডিজাইনগুলো খুব সুন্দর ভাবে করেছেন। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে দেখতে।

 3 hours ago 

তিনটি চায়ের কাপের সমন্বয়ে অসাধারণ সম্ভব একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। যা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি ম্যান্ডেল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।