মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৩১

in আমার বাংলা ব্লগ7 days ago

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
বৃষ্টি ভেজা প্রকৃতির ফটোগ্রাফি

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।




IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  

This contest has been included in the daily Active Contest List

Contest Alerts: Active Contest List on 15th September 2024

🌟 Contest alerts are now proudly sponsored by the WOX community! 🌟

Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য বৃষ্টির ছোঁয়ায় আরো সুন্দরভাবে ফুটে ওঠে। ভাইয়া আপনি দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার।

 7 days ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? এবারের প্রতিযোগিতার বিষয় দেখে বেশ ভালো লাগলো। প্রতিযোগিতার জন্য বেশ সুন্দর বিষয় নির্ধারণ করেছেন। সত্যি বৃষ্টি ভেজা প্রকৃতির ফটোগ্রাফি দেখতে খুব সুন্দর লাগে। এমন প্রাকৃতিক সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। বৃষ্টিভেজা প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগে। এমন চমৎকার বিষয় প্রতিযোগিতার জন্য নির্ধারণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।

 7 days ago 

IMG20240912102521.jpg

ডিভাইস- realme C55
ফোকাল ল্যান্থ-4.70 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: যখন আমি বিলে গিয়েছি মাছ ধরতে তখন ঝিরঝির বৃষ্টি হচ্ছে ঐ মুহূর্তে এই শাপলা ফুলের ফটোগ্রাফি টি করেছি। বিভিন্ন জলজ উদ্ভিদ, শাপলা ফুলের ফুলের পাতা এবং ফুলের পাপড়ির উপর বৃষ্টির ফোঁটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। বৃষ্টিতে বিলের প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুন ছিলো। বিশেষ করে শাপলা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো। ঝিরঝির বৃষ্টি ফোঁটা বিলের পানিতে পড়ছে।

 6 days ago 

বরাবরের মত এই সপ্তাহেও দুর্দান্ত একটা ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। ফটোগ্রাফি প্রতিযোগিতা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। এই প্রতিযোগিতার টপিক ছিল অনেক বেশি সুন্দর। আমি অবশ্যই চেষ্টা করবো এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 7 days ago 

একেবারে সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। এবারের টপিক্সটা কিন্তু দারুণ। কারণ সারাদেশের বিভিন্ন জায়গায় এখন বৃষ্টি হচ্ছে। এই প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

1000555532.jpg

ফোকাল ল্যান্থ: 4.30 mm
ফ্ল‍্যাশ: নো ফ্ল‍্যাশ
নন ইডিটেড

ফটোগ্রাফি টা করেছিলাম কয়েক মাস আগে। আমার ইউনিভার্সিটির সামনে থেকে তেজগাঁও এলাকা থেকে ফটোগ্রাফি টা করা। বৃষ্টিস্নাত সেই বিকেলেও রাস্তায় মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।

 6 days ago 

মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা টা দেখেই আমার কাছে খুব ভালো লেগেছে। বৃষ্টি ভেজা প্রকৃতির দৃশ্য দেখতে এমনিতেই খুব ভালো লাগে। আর আপনি এই টপিক নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন দেখে ভালো লেগেছে অনেক বেশি। আমি যথাযথ চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আশা করছি অন্যদের মাধ্যমেও সুন্দর কিছু ফটোগ্রাফি দেখবো।

 6 days ago 

20240915_221952.jpg

ডিভাইস - Samsung Galaxy S9 Plus
ফোকাল ল্যান্থ - 4.30 mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - ইডিটেড

টানা তিন দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আজকে বিকেলে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে যখন শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলাম,তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো। আমি ঠিক তখনই এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় অনেকে ছাতা মাথার উপরে ধরে দাঁড়িয়ে আছে।