সন্তান হারানোর কষ্ট (প্রথম পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


ওসি আফসার সাহেব থানার সেকেন্ড অফিসার কে ফোন দিয়ে তার রুমে আসতে বললেন। সেকেন্ড অফিসার রুমে প্রবেশ করতেই ওসি সাহেব বললেন চলুন এখনই এসপি অফিসে যেতে হবে। এসপি সাহেব জরুরী তলব করেছেন। সেকেন্ড অফিসার কিছুটা অবাক হয়ে বলে স্যার জরুরি কোনো বিষয় নাকি? না হলে এসপি সাহেব তো কখনো এই সময়ে আমাদেরকে ডাকে না। তখন ওসি সাহেব বলেন সম্ভবত ছাত্রদের আন্দোলন নিয়ে কোন নির্দেশনা দেবেন। দেরি করা যাবে না তাড়াতাড়ি চলুন।


1000010413.png

এই কথা বলতে বলতে ই আফসার সাহেব তার রুম থেকে সেকেন্ড অফিসার কে নিয়ে বের হয়ে তার জন্য অপেক্ষমানরত গাড়িতে গিয়ে বসলেন। সেকেন্ড অফিসারও ওসি সাহেবের পাশে গিয়ে বসলেন। সেকেন্ড অফিসারের ভঙ্গি দেখে ওসি সাহেব জিজ্ঞেস করলেন কিছু বলবেন নাকি? সেকেন্ড অফিসার তখন বললো স্যার আপনার সাথে একটু জরুরী কথা ছিলো। ওসি সাহেব বললেন এসপি সাহেবের সাথে মিটিং শেষ করে তারপর আপনার জরুরী কথা শুনবো। আসলে সেকেন্ড অফিসার কয়েক দিনের ছুটি নিতে চাচ্ছিলো।

অনেকদিন ধরে তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার কথা। কিন্তু ছুটি ম্যানেজ করতে না পারার কারণে আর ঘুরতে যেতে পারেনি। সেই সাথে তার ছেলে মেয়েরাও প্রায় প্রতিদিন বাবাকে জিজ্ঞেস করে। যে কবে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে? সেই ব্যাপারে সে আজকে ওসি সাহেবের সাথে কথা বলতে চেয়েছিলো। তবে তার মনে হচ্ছে সেই কথা আপাতত মনে হয় আর বলা যাবে না। কারণ এসপি সাহেব যখন ডেকেছেন তখন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু হবে। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 3 days ago 

আসলে চাকরিজীবীদের এই একটা সমস্যা। ছুটি সহজে পাওয়া ই যায় না। যাইহোক সেকেন্ড অফিসারকে তাড়াতাড়ি ছুটি দেওয়া হবে এবং সে তার পরিবার নিয়ে কক্সবাজার যাবে,সেই কামনা করছি। তাছাড়া এসপি সাহেব ওসি কে কি বলবে, সেটা জানার অপেক্ষায় রইলাম।