||এলোমেলো ফটোগ্রাফি||১০%@shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ4 days ago (edited)
আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ! আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে। আজ , মঙ্গলবার সেপ্টেম্বর ১৭/২০২৪


হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করব ।শুক্রবার থেকে প্রায় সোমবার পর্যন্ত একটানা কয়দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে তেমন কোথাও একটা বের হতে পারছিলাম না। কেননা বৃষ্টি থামার কোন সুযোগ ছিল না সব সময় ঝিরঝিরানি বৃষ্টি বা অনেক জোরে বৃষ্টি পড়তে ছিল। তাই এই কয়দিন মনে হয়েছিল দম বন্ধ হয়ে এসেছে। আজ প্রায় দশ দিন হলো আমার ছোট কাকু মারা গিয়েছে। মনটা তেমন একটা ভালো ছিল না ।আপনজন পৃথিবী ছেড়ে চলে গেলে যে কতটা কষ্ট হয় যার চলে যায় সেই বোঝে ।এটাই সবাইকে মেনে নিতে হবে। ছোট কাকু মারা যাওয়ার পর শরীরটা তেমন একটা ভালো ছিল না ।কয়দিন ধরে জ্বর সর্দি কাশি লেগেইছিল ।তাই নিয়মিত পোস্ট করতে পারিনি ।আজকে সকাল থেকে আকাশটা অনেক পরিষ্কার এবং হালকা হালকা রোদ ও বের হয়েছে তাই ভাবলাম সকাল সকাল ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে সেই এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক ।
ফটো-১


IMG_20240916_094117_094-01.jpeg

Location




আমাদের বাড়ির পাশে এই পুকুরটা প্রায় ভাটিয়ে গিয়েছে। হয়তো আর একদিন বৃষ্টি হলে পুকুরের মাছগুলো বেরিয়ে যেত ।
ফটো-২


IMG_20240916_180340_733-01.jpeg

Location




আপনারা হয়তো খেয়াল করে দেখতে পাচ্ছেন মানুষ জাতাজাতের রাস্তাটা পানিতে ডুবে গিয়েছে ।আসলেই রাস্তা দিয়ে যেতে মানুষের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হলেও একটু পানির ভেতর হাঁটতে মানুষ হয়তো একটু আনন্দ হচ্ছে ।
ফটো-৩


IMG_20240916_175550_265-01.jpeg

Location




এটা হলো আমাদের বাড়ির দুইটা রাজহাঁস । বৃষ্টির পানি পেয়ে পানিতে গোসল করে মন ভরে শানের উপর ঘুমিয়ে আছে রাজহাঁস দুটো । আমি সেই সুযোগে একটা ছবি তুলে নিয়েছি ।
ফটো-৪


IMG_20240916_094553_032-01.jpeg

Location



এটা হলো কচুর পাতা কালকে বৃষ্টি হওয়ার কারণে কচুর পাতায় কিছু পানি জমে ছিল। তাই যখন আমি ফটোগ্রাফি করছিলাম সকাল বেলায় দৃশ্যটা আমার চোখে পড়ছিল তাই ছবি তুলে নিয়েছি ।
ফটো-৫


IMG_20240916_094702_812-01.jpeg

Location




এটা হলো ইপিলিপি গাছ কয়দিন ধরে বৃষ্টিপাতের কারণে আমাদের এদিকে গাছ বা খাম্বা পড়ে গিয়েছে ।যখন আমি রাস্তা দিয়ে পার হচ্ছিলাম তখন দেখতে পেলাম একটা গাছ নয়ে পড়ে আছে। তখন আমি গাছটার কিছু ফুলের ছবি তুলে নিয়েছি ।
ফটো-৬


IMG_20240916_094217_012-01.jpeg
Location




এগুলো হলো দেশি মুরগি, দেশি মুরগির মাংস স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং এগুলো খেলে প্রচুর পরিমাণ আমিষের ঘারতি পুরনো হয়ে থাকে। এগুলো কোন মেডিসিন ছাড়াই পালন করা হয়। যখন আমি দেশি মুরগিগুলো দেখলাম তখন দেখলাম এগুলো অনেক সুন্দরভাবে একসঙ্গে দল বেঁধে বসে আছে।।
ফটো-৭


IMG_20240916_093236_433.jpg

Location




এটা হলো দুইটা টাইগার এবং দুইটা বয়লারের বাচ্চার ছবি ।এগুলো আমি নিজের হাতে বাড়িতে পালন করে থাকি ।এগুলোর ওজন প্রায় তিন থেকে চার কেজি করে থাকি ।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আশা করি আমার রুই মাছ রান্না আপনাদের ভালো লাগবে । আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য দিন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।

ব্লগার@mdemaislam00
ব্লগিং ডিভাইসvivo y 12a
অনুবাদেমোছাঃ ইমা খাতুন
Screenshot_2024_0519_194135.jpg
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।

Sort:  
 4 days ago 

অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর ভাবে রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। বৃষ্টির কারণে জায়গায় জায়গায় অনেক পানি বেজে গেছে। আর এজন্য পশুপাখির হয়ে গেছে অনেকটা ঝামেলা। যাই হোক খুব সুন্দর ভাবে ধারণ করেছেন বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি। ফটোগুলো দেখে অনেক অনেক ভালো লাগলো আমার।

 3 days ago 

ঠিক বলেছেন আপু বৃষ্টির কারণে সব থেকে পশু পাখির বেশি ঝামেলা হয়ে থাকে।

 4 days ago 

বৃষ্টি হবার পর গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন। খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 4 days ago 

গ্রাম বাংলার প্রকৃতি থেকে ধারণ করা অনেক সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বর্ষাকালের এই মুহূর্তটা আপনার এই পোষ্টের মাধ্যমে খুবই ভালোভাবে ফুটে উঠেছে। বিশেষ করে কচুর পাতার উপর পানির এই ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 4 days ago 

ধন্যবাদ ভাইয়া কচুর পাতার উপরে পানির ফটোগ্রাফিটি ভালো লাগার জন্য।

 4 days ago 

আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। গ্রামীন দৃশ্যগুলোর ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। বেশ দক্ষতার সাথে আপনি আপনার এই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। কচু পাতার উপর পানির ফোটা গুলো দারুন লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 4 days ago 

আজকে আপনি খুব সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। তবে বর্ষার সময় রাস্তাগুলো যদি ডুবে যায় তখন চলাফেরা করতে খুব কষ্ট হয়। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 days ago 

ঠিক বলেছেন আপু বর্ষার সময় রাস্তা ডুবে গেলে মানুষের চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়‌

 3 days ago 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।কিন্তু ইপিলিপি গাছ টি আমার কাছে খুবই ইউনিক লেগেছে। এর আগে কখনো এই গাছের নাম শুনা হয় নি।এর আগে এই গাছটি কখনো দেখা হয় নি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেরে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

আমাদের এদিকে এই গাছটার নাম ইপিলিপি গাছ বলে থাকে আপু।