আমার তোলা রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)
আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
"ভালোবাসি ফটোগ্রাফি করতে"
1000053682.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আমার তোলা রেনডম ফটোগ্রাফি। চলুন এবার ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG20240304132605.jpg

IMG20240304132545.jpg

IMG20240304132541.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ছবিতে দেখতে পাচ্ছেন বুনোফুল। এই ফুল গুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। ফুল গুলোর সৌন্দর্য যেনো কোন অংশে কম না। বেশ কিছুদিন আগে আমি ফটোগ্রাফি করেছিলাম। এধরনের গাছ গুলো রাস্তার পাশে এবং জঙ্গলে দেখা যায়। বেশিরভাগ গরমের সময় এই ফুল গুলো ফুটে। ফুলটির রং সাদা এবং মাঝখানে গোলাপি রঙের কারনে দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। ফুলটি কে কেউ সুন্দর ভাবে দেখলে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। ঠিক আমিও ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এর পরে আপনাদের জন্য ফটোগ্রাফি করে রেখেছিলাম। আজকে আপনাদের মাঝে উপহার দিলাম। আশাকরি ফুল গুলো ভালো লাগবে।

IMG20240615155727.jpg

IMG20240615155738.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • সবুজ পাতার উপরে বসে থাকা মাছি। এই গাছ গুলোর মধ্যে অনেক ফল হয়। ফল গুলো প্রথম সবুজ থাকে। তার পরে যখন ফল গুলো পেকে যায়। তখন ফল গুলো দেখতে বেগুনী এবং হলুদ রঙের হয়ে যায়। তবে গাছটির মধ্যে অনেক বড় বড় কাঁটা থাকে। দেখলে ভয় লাগে। ছোট বেলায় এই গাছ গুলোর ফল দিয়ে অনেক খেলাধুলা করেছিলাম। তবে ফল গুলো আমার জানা মতে অনেক বেশি বিষাক্ত। তবে দেখুন ছোট বেলায় ফল গুলো নিয়ে খেলা করেছি তবে কখনো মুখে দেইনি। সব কিছুই সৃষ্টিকর্তার অশেষ রহমত।

IMG20240408093647.jpg

IMG20240330090316.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • বর্তমান সময়ে মানি প্লান্ট গাছ গুলো অনেক বেশি দেখা যায়। বাসা বাড়ি থেকে শুর করে বড় বড় অফিস গুলোতে ও দেখা যায়। মানি প্লান্ট গাছ গুলোর পাতা গুলো দেখতে সুন্দর লাগে। এর পরে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা। পুদিনা পাতা বেশ উপকারী। তবে এখন বেশিরভাগ হাইব্রিড জাতের পুদিনা পাতা দেখা যায়।

IMG20240330090223.jpg

IMG20240330091806.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • আমার পছন্দের ফুলের মধ্যে রঙ্গন ফুল একটি। রঙ্গন ফুল গুলোর সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে রঙ্গন ফুল একটি থোকায় অনেক ফুল ফোটে এজন্য বেশ ভালো লাগে। রঙ্গন ফুল বিভিন্ন রঙের রয়েছে। গাছের পাতা গুলো সবুজ। আর ফুল গুলো লাল চমৎকার ফুটে উঠেছে। রঙ্গন ফুলের পাপড়ি গুলো অনেক সুন্দর। আমাদের অফিস থেকে রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

এই ছিলো আমার আজকের আয়োজন। আমার তোলা রেনডম ফটোগ্রাফি। আশাকরি ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগফটোগ্রাফি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 3 months ago 

বেশ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। বুনোফুল গুলো একটি সময় অনেক দেখা যেত কিন্তু এখন আর বেশি দেখতে পাওয়া যায় না।পুদিনা পাতা, রঙ্গন ফুল ও বুনো ফুলের ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আজকে আপনি চমৎকার ফটোগ্রাফি পোস্ট উপহার দিলেন। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। বিশেষ করে বুনোফুলের সৌন্দর্য ও মাঝখানে গোলাপি রঙের কারনে দেখতে অনেক সুন্দর লেগেছে। তাছাড়াও মাছির ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। অসাধারণ সব ফটোগ্রাফি পোস্ট উপহার দেওয়া জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 3 months ago 

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।বিশেষ করে বুনোফুল ও রঙ্গন ফুলের ফটোগ্রাফি টা অসাধারণ হয়েছে। ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করলেন ভাইয়া। আর আপনার প্রতিটা ফটোগ্রাফি ভীষণ ভালো লাগলো। আপনার মত করে আমিও আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। বিশেষ করে সবচেয়ে ভালো লেগেছে সবুজ পাতার মধ্যে মাছি বসে থাকার ফটোগ্রাফিটা। এটি আপনি খুব সুন্দর করে ধারণ করেছেন।অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময়ই আমার কাছে খুবই ভালো লাগে। বনফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 months ago 

উপরের বনফুলগুলো বেশ সুন্দর তো।বিশেষ করে কালারটা।তবে ভাইয়া আপনি বেশ ভালো ফটোগ্রাফি করেন।রঙ্গন ফুলের কালার টা বেশ সুন্দর। ধন্যবাদ

 3 months ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনা ছিল অসাধারণ।