৩০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ3 days ago

pu-01.jpeg

নমস্কার,

বন্ধুরা আপনার সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার বছরের ৩০ তম পাওয়ার আপ নিয়ে হাজির হয়েছি।

স্টিমিট যাত্রার পর থেকেই আমি পাওয়ার আপ করে চলেছি। যা নিয়মিত রূপে শুরু করি ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ অংশগ্রহণ করে ১০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়ে। প্রতিনিয়ত অল্প অল্প পাওয়ার আপ করে ১৭-ই এপ্রিল ২০২২ তারিখে ১০,০০০ SP র লক্ষ্য ছুঁই। সেই লক্ষ্যে পৌঁছে ফের সামনের দিকে এগোতে থাকি। যার ফল স্বরূপ ২০২২ সালেই ট্রিপল ডলফিন হতে সক্ষম হই। ২০২৩ সাল শুরু হওয়ার পর টার্গেট ডিসেম্বর-৩ এ নতুন লক্ষ্যমাত্রা নিলাম ২৫০০০ SP র। যা পূর্ন করার পরে ৩০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, যা আমি বিগত ১৫-ই নভেম্বর ২০২৩ তারিখে পূর্ন করেছি। আর এসব কিছুই সম্ভব হয়েছে ফ্যান্টম দার আশীর্বাদআমার বাংলা ব্লগের ভালোবাসায়।


নতুন বছর শুরু হতে তাই নতুন লক্ষ্যমাত্রা ঠিক করে আমি পাওয়ার আপের পথচলা শুরু করে দিই। ২০২৪ সালে আমার লক্ষ্য ৪৫,০০০ SP বা নাইন ডলফিন। আমার ইচ্ছে ২০২৫ সাল শুরু হওয়ার আগে অন্তত ৪৫,০০০ SP পূর্ন করে ফেলা। আশা করছি ফ্যান্টম দার আশীর্বাদ এবং আমার বাংলা ব্লগের দুইয়ের ভালোবাসা নিয়ে আমি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবো।


পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ৪৪,৯৩১ SP। পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ ৪৪,৯৬১ SP।


আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!

পাওয়ার আপ প্রক্রিয়া

  • আজকের পাওয়ার আপের পূর্বে আমার SP ছিলো ৪৪,৯৩১। (Before Power Up my Steem Power was 44,931 SP)

1000018131.jpg


  • ৩০ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে। (Powered Up 30 STEEM)

30 STEEM.png


  • পাওয়ার আপের পর আমার SP হলো ৪৪,৯৬১। (After Power Up my Steem Power is 44,961 SP)

1000018132.jpg


আজকের মতো বিদায় জানালাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

দাদা আপনি বরাবরই প্রতি সপ্তাহে ৩০ স্টিম করে পাওয়ার আপ করেন।পাওয়ার আপ পোস্ট গুলো দেখলে খুবই ভালো লাগে। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘদিন ধরে কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ দাদা পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 days ago 

আজ আপনি অনেক বড় অ্যামাউন্টের পাওয়ার আপ করে নিয়েছেন দেখে ভালো লাগলো। পাওয়ার আপ করতে থাকলে নিজের লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব। আমাদের সবারই উচিত অল্প অল্প করে হলেও প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাওয়া। কারণ অল্প অল্প পাওয়ার আপ করলেও, আমরা নিজের স্টিম পাওয়ারকে অনেক দূরে নিয়ে যেতে পারবো। দোয়া করি যেন আপনি তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ করতে পারেন। আর অন্যরাও যেন খুব উৎসাহিত হয় আপনার পাওয়ার আপ দেখলে।

 3 days ago 

দাদা আপনি ৩০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আপনার কাঙ্খিত লক্ষ্যের একেবারে কাছাকাছি পৌঁছে গেলেন। আপনি খুব শীঘ্রই ৪৫,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন এবং নতুন করে টার্গেট নির্ধারণ করে নিয়মিত পাওয়ার আপ করে যাবেন, সেই কামনা করছি। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।

 3 days ago 

আপনার ৩০ স্টিম করে পাওয়ার বৃদ্ধি করার পোস্ট আমি প্রায় খেয়াল করেছি। আমরা আমাদের আইডির সক্ষমতা বৃদ্ধি করতে এভাবেই পাওয়ার বৃদ্ধির ধারা অব্যাহত রাখে চলতে হবে। কারণ উদ্দেশ্য যেহেতু সামনে রয়েছে চাই সে উদ্দেশ্য পূরণ করতে হলে কম বেশি যাই হোক পার বৃদ্ধি করাটা বজায় রাখা উচিত।

 2 days ago 

৩০ টিম পাওয়ার আপ করার মাধ্যমে আপনার আইডির সক্ষমতা আরো বেড়ে গেল দেখে খুব ভালো লাগলো দাদা। খুব শীঘ্রই আপনার লক্ষ্য পূরণ করবেন দোয়া করি। শুভকামনা রইল দাদা।