আবেগের কবিতা || অসহায় জীবনের রথ || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 months ago

rock-8196075_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। তবে মাঝে মাঝে মানসিক অস্থিরতা বেড়ে যাচ্ছে, যার প্রভাবে মানসিক সুস্থতা ধরে রাখাটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। সত্যি বলতে পারিপার্শ্বিক অবস্থা এবং অস্থিরতা আমাদের চিন্তার পরিধি বাড়িয়ে দিচ্ছে, অহেতুক একটা ভয় কাজ করছে। আসলে আমরা যেহেতু সামাজিক জীব এবং সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা আমাদের জীবনের গতির উপর প্রভাব বিস্তার করে থাকে, সেহেতু এখান হতে সহজেই মুক্ত হওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু তবুও আমাদের চেষ্টা করা উচিত সুন্দর ও স্বাভাবিক থাকার।

দেখুন, সুন্দর পরিবেশ যেমন আমাদের হৃদয় ও মনকে সুন্দর রাখতে সহযোগিতা করে ঠিক তেমনি অসুন্দর ও অস্থির পরিবেশও আমাদের মানসিকভাবে অস্থির করে তোলে। বাস্তবতা হলো আমরা সামাজিকভাবে সবাই একে অন্যের সাথে নানাভাবে সংযুক্ত তাই একজনের সমস্যা আমাদের সবাইকে সমস্যায় জড়িয়ে দেয়। যাইহোক, বেশী কথা বলছি না আজ আর তবে একটু ভিন্নভাবে মনের অনুভুতি এবং সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি, মানে অশান্ত মানসিকতার একটা কবিতা শেয়ার করতে চলেছি আজ। যথারীতি আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে, চলুন তাহলে পড়ে দেখি-

man-4069631_1280.jpg

রাত হয়েছে গভীর অনেক
ক্লান্ত আকাশের তারা,
ক্ষান্ত হচ্ছেনা ভাবনাগুলো
ঘুম তখনো গতিহারা।

ভোরের আলোয় ঘোলাটে সব
নির্মল বায়ু যেন দুষ্প্রাপ্য,
সমস্যারা জোট বেঁধেছে সব
নিষ্পত্তির আশা যেন দুঃসাধ্য ।

বিবেকে যেন ঘুণ ধরেছে
স্বপ্নে বিভোর জ্ঞানপাপীরা,
অন্ধকারে অস্পষ্ট আশাগুলো
উন্মুক্ত পাগলেরা আত্মহারা।

নিস্তেজ হয়েছে শিরার রক্ত
শীর্ণ মানবতার ছায়া,
সাদা-কালোয় ভেদাভেদ নেই
সবল শুধু অর্থের মায়া ।

দিনের প্রহর দীর্ঘ অতি
সীমানা দুর্গম প্রাচীর,
রন্ধ্রে রন্ধ্রে দূষণ ছড়িয়েছে
ক্ষত হচ্ছে গভীর।

কান্নারা সব অভিমান করেছে
শান্তনা হারিয়েছে পথ,
যন্ত্রণা লুকিয়েছে হৃদয়ের গভীরে
অসহায় জীবনের রথ।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাই কবিতার প্রতিটা লাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানুষের জীবনের বাস্তবতার এক অংশ কবিতার ভাষায় তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

অনেক সুন্দর কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো

 2 months ago 

অসাধারণ মিল রেখে কবিতা রচনা করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার আজকের এই কবিতা আবৃত্তি করে। বেশি কিছু বলার নেই, শুধু একটাই কথা জাস্ট অসাধারণ। আশা করব এভাবেই সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন এবং কবিতা লেখার প্রতি উৎসাহ সৃষ্টি করবেন আমাদের।

 2 months ago 

আপনাকে ধন্যবাদ ভাই

 2 months ago 

অন্তমিলের কবিতা পড়লাম। কবিতার কথাগুলি খুব সহজ জীবন। সত্যিই সান্ত্বনা পথ হারিয়ে যায় একটা সময় এমন আসে, বিবেকের ঘুণপোকা ধ সমাজে ছড়িয়ে যায়। আর মানবতাহীনতায় ছেয়ে যায় পরিবেশ৷ এ শুধু ব্যক্তি সমস্যা নয় বা গৃহ সমস্যা না দাদা এই আমাদের পরিবেশ হয়ে উঠেছে দিন দিন। যেন অন্ধকার চারপাশ থেকে এসে জাঁকিয়ে বসেছে৷

ভালো লাগল লেখাটি পড়ে।

 2 months ago 

সত্যি পুরো সমাজ আজ বিষাক্তের ছায়ায় ছেয়ে গেছে। অনেক ধন্যবাদ

 2 months ago 

ভাইয়া আপনার লেখা কবিতা গুলো প্রতিনিয়তই খুব ভালো লাগে। আপনি সমাজের বাস্তবতাকে অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ভিন্নভাবে অনুভূতিগুলোকে তুলে ধরেছেন দেখে খুব ভালো লাগলো। কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর মিল ছিল। কবিতাটা আবৃত্তি করতে পেরে অনেক ভালো লাগতেছে। কবিতার প্রত্যেকটা কথার মধ্যে অনেক কিছুই লুকিয়ে রয়েছে। প্রত্যেকেরই উচিত সুন্দর ও স্বাভাবিকভাবে থাকার জন্য। হয়তো অনেক সময় আমরা সুন্দর এবং স্বাভাবিকভাবে থাকতে পারি না। কিন্তু আমাদেরকে থাকার চেষ্টা করতে হবে।

 2 months ago 

আপনাদের কাছে ভালো লাগে শুনে আমার কাছেও শান্তি শান্তি লাগে, অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

আসলে ভাইয়া সুন্দর পরিবেশ আমাদের হৃদয় ও মনকে সুন্দর রাখতে সহযোগিতা করে। আর অসুন্দর ও অস্থির পরিবেশ আমাদের মানসিকভাবে অস্থির করে তোলে।
সত্যি তাই আমরা সামাজিকভাবে একে অন্যের সাথে না জড়িত। আর তাই একজনের সমস্যা সবাইকে সমস্যায় জড়িয়ে দেয়। এ পরিস্থিতি গুলো নিয়ে আজ আপনি খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। পুরোটা কবিতা ও কবিতার লাইনগুলো অসাধারণ ছিল। আমরা চাই সুস্থ সুন্দর পরিবেশ ও প্রকৃতির মাঝে নিশ্বাস নিয়ে সুস্থ ভাবে বেঁচে থাকতে।

 2 months ago 

হ্যা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য চাই সুন্দর ও সুস্থ পরিবেশ। ধন্যবাদ

 2 months ago 

সুন্দর পরিবেশ আমাদের মানসিকতা ভালো রাখে। আর চারপাশের পরিবেশ যদি ভালো না থাকে তাহলে ভালো থাকা যায় না ভাইয়া। আপনার লেখা কবিতা খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর ছিল কবিতার লাইন গুলো। ধন্যবাদ ভাইয়া চমৎকার কবিতা শেয়ার করার জন্য।

 2 months ago 

আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কথা ভাবলে সত্যিই মানসিক অস্থিরতা কাজ করে। কবে যে সবকিছু একেবারে স্বাভাবিক হবে সেটাই ভাবছি। যাইহোক দারুণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার কবিতাগুলো সবসময়ই খুব সুন্দর হয়। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

জীবনটা আজ বড্ড অসহায়।জীবনের রঙ রুপ আজ বড্ড মলিন।মনের অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা আজ শেয়ার করলেন ভাইয়া। কবিতাটি খুব সুন্দর হয়েছে।