আবেগের কবিতা || ভুলে যাই বার বার || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ7 days ago

people-2575936_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে কতটা সময় সেটা ধরে রাখতে পারবো তার নিশ্চয়তা দিতে পারছি না। তবুও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আসলে আমাদের চারপাশের যে পরিবেশ, প্রতিনিয়ত কোন না কোনভাবে কারো না কারোর ধোঁকায় পড়তে হচ্ছে, আর ধোঁকা দেয়ার জন্য সবাই নিত্য নতুন কৌশল ব্যবহার করছে। বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদ একটা কথা বলেছিলেন ভালো মানুষদের একটা বিষয়ে সবচেয়ে বেশী লড়তে হয় আর সেটা হচ্ছে দুষ্ট লোকদের চক্রান্ত। এটা কিন্তু বাস্তব সত্য, প্রতিনিয়ত আমাদের চারপাশে এমন ঘটনা ঘটছে এবং আমরা কোন না কোনভাবে সেসব ঘটনার স্বাক্ষী হয়ে থাকছি।

বাস্তবতা আমাদের অনেক কিছু দেখাচ্ছে কিন্তু আমরা সেখান হতে কিছুই শিখতে পারছি না বরং অন্যদের সাথে তাল মিলিয়ে ভালো মানুষগুলোকে নিঃসঙ্গ করে দিচ্ছি। যেখানে তাদের সাপোর্ট করার কথা ছিলো আমাদের সেখানে আমরা ঠিক উল্টোটা করছি। আফসোস পরিবর্তন আমরা কোথায় কোথায় করবো? যেখানে সবটাই নষ্ট হয়ে গেছে। যাইহোক, বাস্তবতার এই নির্মম সত্য এবং হৃদয়ের ভিন্ন অনুভূতিগুলোকে আজকের কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যথারীতি আশা করছি কবিতাটি আপনাদের ভালো লাগবে, চলুন পড়ে দেখি-

beach-4316959_1280.jpg

আমি বার বার হোঁচট খাই
ভালোবাসার মিথ্যে মায়ায়,
আমি বার বার নিজেকে হারাই
ব্যর্থতার নির্মম ছায়ায়।

আলোর আড়ালে অন্ধকার
হারিয়ে যাই বার বার,
জীবনের ছায়ায় অহংকার
ভুলে যাই বার বার।

আমি বার বার পুলকিত হই
ছলনার মিথ্যে অভিনয়ে,
আমি বার বার নিজেকে হারাই
বিস্ময়ের অতল গভীরে।

বাস্তবতার ছায়ায় অসারতা
হারিয়ে যাই বার বার,
ভালোবাসার আড়ালে কৃত্রিমতা
ভুলে যাই বার বার।

আমি বার বার খেই হারাই
কল্পনার অসংযত যন্ত্রনায়,
আমি বার বার নিজেকে লুকাই
সম্পর্কের অস্পষ্ট মায়ায়।

যন্ত্রনাগুলোর নিঃশব্দ চঞ্চলতায়
হারিয়ে যাই বার বার,
শঠতার প্রহারে বাস্তবতা
ভুলে যাই বার বার।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

বাস্তবতা সত্যিই কিন্তু বেশ কঠিন। আমরা কেউ কিন্তু বাস্তবতার কাছে দাড়াঁতে চাই না। আর এমন বাস্তবতার সুন্দর কিছু উদাহরন আপনি কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। যা কিনাা আমাদের কে সত্যি বেশ মুগ্ধ করেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন ছিল বেশ দারুন। তবে সত্যি বলতে নিচের কথা গুলোই যেন অসাধারণ-

আমি বার বার পুলকিত হই
ছলনার মিথ্যে অভিনয়ে,
আমি বার বার নিজেকে হারাই
বিস্ময়ের অতল গভীরে।

 7 days ago 

কারন আমরা বাস্তবতার সামনে দাঁড়াতে ভয় পাই, সত্যের সম্মুখীন হতে ভয় পাই। অনেক ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

সুকান্তের মত একটা কবিতা পড়লাম মনে হলো। আসলে, লেখক-কবিদের কলমের মধ্যে যে প্রতিবাদ ফুটে ওঠে তা অন্য কোথাও হয়না। খুবই ভালো লাগলো ভাই।

 7 days ago 

না ভাই, আমি এখনো কবিতা শিখছি-অনেক বিষয়েও ভালো বুঝি না। মন্তব্যের জন্য ধন্যবাদ

 7 days ago 

আমরা পাঠক, আমরাও ততটা বুঝিনা। শুধু উপলব্ধি করতে পারি।

 7 days ago 

আমি বার বার পথ হারাই
আশার মিথ্যে পথচলায়,
আমি বার বার ভেঙে পড়ি
মায়ার অজানা ব্যথায়।

আলোর খোঁজে ছুটে চলি,
অন্ধকারের গভীর ফাঁদে,
স্বপ্নগুলোর ভাঙা ডানায়
আমি হারাই হাওয়ার বাধে।

আমি বার বার জেগে উঠি
প্রত্যাশার মৃদু আলোয়,
তবু বার বার নিভে যায়
সফলতার দীপ্ত আলো।

হারানোর মাঝেই খুঁজি আমি
নতুন জীবনের অর্থ,
যেখানে ব্যর্থতা নয়,
আছে নতুন পথের শুরু।

 7 days ago 

বাহ! আপনি দেখছি আরো একটা কবিতা দাঁড় করিয়ে ফেললেন, দারুণ লিখেছেন। ধন্যবাদ

 6 days ago 

সুন্দরকরে লেখার চেষ্টা করেছি কিন্তু আপনারমত অতটা সুন্দর হয়নী

 7 days ago 

আপনি বাস্তবিক কিছু কথা নিয়ে অনেক সুন্দর করে আজকের কবিতাটা লিখেছেন। আমার কাছে আপনার লেখা আজকের কবিতা অনেক ভালো লেগেছে পড়তে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন খুবই সুন্দর হয়েছে। আসলে প্রতারক মানুষে এখন পৃথিবীটা একেবারে ভরে গিয়েছে। চারিদিকে শুধু প্রতারক মানুষ দেখা যায়। মানুষ একেবারে শুধু ধোঁকা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অনেক মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত ধোকার শিকার হচ্ছে। সুন্দর করে পুরোটাকে তুলে ধরে এই কবিতাটা লিখে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 5 days ago 

অনেক ধন্যবাদ আপু, আপনাদের সুন্দর মন্তব্য আমাকে নতুনভাবে কিছু লেখায় দারুণভাবে উৎসাহ যোগায়।

 7 days ago 

আসলেই প্রতিটি সমাজ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। পরিবর্তন করার কোনো রাস্তা দেখি না। যাইহোক দারুণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। বরাবরের মতো আজকেও এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

কবিতার লাইনগুলো দারুন হয়েছে ভাইয়া।আরো বেশী ভালো লাগে কবিতার আগের সেই বাস্তবিক লেখাগুলো। সবকিছু মিলিয়ে দারুন হয়েছে।ধন্যবাদ জানাচ্ছি চমৎকার কবিতা ও বাস্তবিক কিছু অনুভূতি শেয়ার করার জন্য।

 7 days ago 

আমাদের চারপাশে এমন অনেক লোক আছে যারা সব সময় আমাদেরকে বিপদে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর সেই দুষ্টচক্র সব সময় অন্য কারো বিপদ তৈরি করছে। সবাইকে সাবধান থাকতে হবে। ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো।

 5 days ago 

আপনি আপনার আবেগ দিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া।আসলেই দুষ্ট লোকের সঙ্গে লড়াই করে পেরে ওঠা খুবই কঠিন।এইজন্য বাস্তবও আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়,যাইহোক ভালো লাগলো আপনার লেখা কবিতার প্রতিটি লাইন।ধন্যবাদ আপনাকে।