সন্তান হারানোর কষ্ট (দ্বিতীয় পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এ সমস্ত কথা চিন্তা করতে করতেই ওসি সাহেবের গাড়ি এসপি অফিসে প্রবেশ করলো। গাড়ি থেকে নেমে তারা দুজন দ্রুত এসপি সাহেবের রুমে প্রবেশ করলো। সেখানে গিয়ে দেখে তাদের আগেই আশেপাশের সবগুলো থানার ওসি এবং সেকেন্ড অফিসার এসে বসে রয়েছেন। এসপি সাহেব ওসি আফসার কে দেখে বললেন বসুন আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আফসার সাহেব এবং সেকেন্ড অফিসার দুজনে বসতেই এসপি সাহেব বলতে শুরু করলেন। আমাদের কাছে গোয়েন্দা তথ্য এসেছে।


1000010413.png

চলমান যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন পরবর্তীতে বড়ো রূপ নিতে পারে। দেশের বিরোধী দলগুলো ছাত্রদের সাথে এই আন্দোলনে যোগ দিতে পারে। এই জন্য সরকারের উপর মহল থেকে সরাসরি নির্দেশ এসেছে এই আন্দোলনকে কঠোর হাতে দমন করতে। প্রথমে তাদেরকে ওয়ার্নিং দেয়া হবে। যদি তারা রাস্তা থেকে না সরে তখন তাদের উপর বল প্রয়োগ করা হবে। এই নিয়ে যদি আপনাদের কারো মনে কোন প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আফসার সাহেব প্রথমে কথা বলে উঠলেন।

তিনি বললেন স্যার এখন পর্যন্ত তো ছাত্ররা শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ জানাচ্ছে। আমার জানামতে তারা এখন পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি। এই মুহূর্তে তাদের উপরে বল প্রয়োগ করতে গেলে আবার হিতে বিপরীত হবে না তো? তারপর আবার এই আন্দোলনটা করছে শুধু ছাত্ররা। ছাত্রদের উপর বল প্রয়োগ করলে শেষ পর্যন্ত আবার আমাদের উপরে দোষ এসে না পড়ে। এসপি সাহেব আফসার সাহেবের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ