কিছু ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1000047702.jpg

চন্দ্রমল্লিকা ফুলের আলোকচিত্র

IMG20240128142812 (1).jpg

IMG20240128142924.jpg
লোকেশন
Device :- realme C55

চন্দ্রমল্লিকা ফুল আমাদের সকলের বেশ পরিচিত ফুল। শীতকালীন ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা ফুল অন্যতম। চন্দ্রমল্লিকা ফুলের অনেকে জাত রয়েছে । এই ফুল গুলো অনেক রঙ্গের দেখা যায়। সাধারণত লাল, সাদা, খয়েরি, গোলাপি, বেগুনি, কমলা, হলুদ ইত্যাদি রঙের চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাওয়া যায়। এই ফুল গুলোর নান্দনিক সৌন্দর্য খুবই দারুণ হয়ে থাকে। আমাদের দেশে বাণিজ্যিক ভাবে চন্দ্রমল্লিকা ফুল চাষাবাদ করা হয়। এই ফুল বিভিন্ন উৎসব, অনুষ্ঠান এবং অফিস আদালতে সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে।

বুনো ফুলের আলোকচিত্র

IMG20240322163457.jpg

IMG20240224170925.jpg
লোকেশন
Device :- realme C55

এই ফুল গুলো হচ্ছে বুনো ফুল। এই ফুল গুলো গ্রাম অঞ্চলে সর্বত্র দেখতে পাওয়া যায়। ফুল গুলো সাধারণত রাস্তার দুই পাশে, বসতবাড়ির আঙ্গিনায়, জলাশয় ধারে, বনে জঙ্গলে দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো গাছ অনেক বড় হয়ে থাকে। এই বুনো ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের নান্দনিক সৌন্দর্য বেশ অসাধারণ হয়ে থাকে। ফুলগুলো সাধারণত হলুদ এবং হালকা মিষ্টি কালারের হয়ে থাকে। গাছে যখন অনেক গুলো ফুল এক সাথে ফুটে তখন দেখতে খুব সুন্দর লাগে।

রঙ্গন ফুলের আলোকচিত্র

IMG20240726162444.jpg

IMG20231122090501.jpg
লোকেশন
Device :- realme C55

রঙ্গন ফুল আমাদের সকলের বেশ পরিচিত ফুল। রঙ্গন হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। এই ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। আমাদের দেশে সর্বত্র রঙ্গন ফুল দেখতে পাওয়া যায়। ফুল গুলো সাধারণত রাস্তার দুই পাশে, বসতবাড়ির আঙ্গিনায়, ফুল বাগিচায়, অফিস আদালতের সামনে দেখতে পাওয়া যায়। ফুলের নাম সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে‌। ফুল গুলো লাল, গোলাপি এবং হলুদ রঙ্গের দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো অনেক জাত রয়েছে। এই ফুল গুলো দেখতে তারার মতো চারটি পাপড়ির বিন্যাস থাকে। বাগানে সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গুলো সবাই নিকট খুবই জনপ্রিয়।

বুনো ফুলের আলোকচিত্র

IMG20240114144143.jpg

IMG20231211093636.jpg
লোকেশন
Device :- realme C55

এই ফুল গুলো দেখতে বরবটি সবজি ফুলের মতো মনে হচ্ছে। তবে এই গুলো বরবটি ফুল নয় । ফুল গুলো হচ্ছে বুনো ফুল । ফুল গুলো সাদা এবং হালকা গোলাপি রঙ্গের হয়ে থাকে। গ্রাম অঞ্চলে সর্বত্র এই ফুল গুলো দেখতে পাওয়া যায়। ফুল গুলো সাধারণত শরৎকাল এবং শীতকালে বেশ দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো হচ্ছে লতা জাতীয় উদ্ভিদ। গ্রামাঞ্চলে বিভিন্ন বনজঙ্গলে ফসলের জমিতে ফুল গুলো দেখতে পাওয়া যায় ‌। বুনো ফুল হলেও এই ফুল গুলো দেখতে বেশ সুন্দর লাগে।

জবা ফুলের আলোকচিত্র

IMG20231204130631.jpg

IMG20231204130840.jpg
লোকেশন
Device :- realme C55

আমাদের সকলের বাসা বাড়িতে জবা ফুল গাছ রয়েছে। আমাদের সকলের অতি পরিচিত ফুল হচ্ছে জবা। জবা একটি ঝোপঝাড়, চিরহরিৎ গুল্ম জাতীয় উদ্ভিদ। গ্রামাঞ্চলে বসতবাড়ির আঙ্গিনায়, রাস্তার দুই পাশে, ফসলের জমির আইলে ফুল বাগানে জবা ফুল দেখতে পাওয়া যায়। জবা ফুলের অনেক জাত রয়েছে। জাত ভেদে ফুলের আকার এমন আকৃতির পার্থক্য হয়ে থাকে। ফুল গুলো সাধারণত লাল, সাদা, হলুদ, গোলাপি, খয়েরী ইত্যাদি রঙের দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো অসাধারণ সৌন্দর্য খুব দারুণ। জবা ফুলের ভেষজ গুণাবলী অনেক । জবা ফুল গ্রীষ্মকাল ও শরৎকালে ফোটে‌ থাকে।

মুসেন্ডা বা, নাগবল্লী ফুলের আলোকচিত্র

IMG20231018123327.jpg
লোকেশন
Device :- realme C55

এই ফুল গুলোকে দেখে আপনারা নিশ্চয়ই চিনে গেছেন ফুল গুলো হচ্ছে মুসেন্ডা ফুল। ‌ অনেকেই এই ফুল গুলোকে নাগবল্লী বা, প্রত্রলেখা ফুল বলে থাকে। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর। ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য বেশ অসাধারণ। মুসেন্ডা ফুল সাদা এবং গোলাপি রঙ্গের হয়ে থাকে। এই ফুলের পাপড়ি গুলো দেখতে পাতার মতো মনে হয় ‌। মুসেন্ডা হলো ঝোপাল আকৃতির চিরসবুজ গাছ।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 19 hours ago 

এক কথায় বলতে গেলে অস্থির ছিল আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি। ফুল দেখতে ভালোবাসা না এরকম মানুষ তো খুব কম খুঁজে পাওয়া যাবে। আমি নিজেও অনেক বেশি পছন্দ করি এরকম সুন্দর ফুলগুলো। সব সময় আপনি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে থাকেন। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনার সুন্দর ফটোগ্রাফি গুলো দেখার জন্য। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্য থেকে, চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি সুন্দর লেগেছে দেখতে।

 12 hours ago 

আপনার কাছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি সুন্দর লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে দুর্দান্ত লেগেছে ভাইয়া।তবে বুনো ফুল ও নাগবল্লী ফুল আমার কাছে একদম নতুন।এই ফুল গুলো এর আগে কখনও দেখা হয় নি। নতুন ধরনের ফুলের সাথে পরিচিত হতে পেরে বেশ ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 12 hours ago 

ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 days ago 

ভাই, আপনার শেয়ার করা ফুলের এই ফটোগ্রাফি গুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ দক্ষতার সাথে আপনি যে এই ফটোগ্রাফি গুলো করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। এখানে শেয়ার করা সব ফুলগুলোই আমার পরিচিত। যাইহোক, এগুলোর মধ্যে বিশেষ করে বলতে গেলে চন্দ্রমল্লিকা,জবা এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি মুলক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 12 hours ago 

এতো সুন্দর প্রশংসা করার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 yesterday 

এক কথায় আজকের প্রতিটা ছবি অসাধারণ হয়েছে। আসলে কোন ছবিটা ছেড়ে কোন ছবিটা দেখব তা সত্যিই ভেবে উঠতে পারছিলাম না। আসলে প্রতিটা ছবি আপনি খুব নিখুঁতভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং প্রতিটা ছবির ডিটেইল খুব ভালো ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 12 hours ago 

আপনার মন্তব্য পেয়ে বেশ ভালো লাগলো ভাই। এতো চমৎকার উৎসাহ প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভাই।

 23 hours ago 

ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া যাবে না। আর ফুল সামনাসামনি দেখতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি দেখতে আরো বেশি ভালো লাগে। আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। বিভিন্ন ধরনের বুনো ফুল দেখতে পেলাম। এগুলো আগে কখনো দেখা হয়নি। তাছাড়া চন্দ্রমল্লিকা ফুলটিও চমৎকার লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 12 hours ago 

জি আপু,ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 hours ago 

আমি আপনার প্রথম ফটোগ্রাফি টা দেখে রীধতিমত মুগ্ধ হয়ে গেলাম। সব সময় আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্টগুলো দেখি। অনেক আগ থেকেই আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। অনেক যত্ন আর পরিশ্রম করে আপনি ফটোগ্রাফি করেন তা বুঝা যায়। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 12 hours ago 

আসলে ভাইয়া ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করি। তবে সুন্দর হয় কিনা জানি না ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 15 hours ago 

বাহ আপনি তো অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। আপনার এক একটা ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 12 hours ago 

ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লাগছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।

 14 hours ago 

আপনার ফটোগ্রাফি পোস্টগুলো প্রায় সময় দেখা হয়। আপনি সত্যিই অসাধারণ ফটোগ্রাফি করেন। আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি ও ভীষণ সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি বেশ মনোমুগ্ধকর লাগছে দেখতে। চন্দ্রমল্লিকা এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে দারুন এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 12 hours ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনি প্রায় সময় দেখেন যেন খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।