"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৩১ [ তারিখ : ১৯.০৯.২০২৪ ]




বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @monira999


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-মোছা: মনীরা আক্তার মুন্নি। জাতীয়তা- বাংলাদেশী। শখ-তাঁর প্রিয় শখ গুলো হলো: রান্না করা, ফুল গাছ লাগানো, ফটোগ্রাফি করা, ছবি আঁকা ইত্যাদি। তবে এগুলোর মধ্যে তাঁহার সবচেয়ে প্রিয় শখ হচ্ছে ফটোগ্রাফি করা।শিক্ষাগত যোগ্যতা- অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যায়নরত আছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুলাই মাসে স্টিমিটে জয়েন করেছিলেন ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


1.PNG

2.PNG

3.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :




রেসিপি-মাছের ডিমের পাতুরি||... @monira999 (19.09.2024 )

আমাদের এখানে বেশ কিছুদিন ধরে ঝড় বৃষ্টি হলো। তবে আজকে আবহাওয়া অনেক ভালো ছিলো। সকাল বেলা থেকেই সুন্দর রোদ উঠেছিলো। অফিস যাওয়া আসা করার সময় কিছুটা বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিলাম। আর বৃষ্টির পানি শরীরে লাগায় কয়েক দিন থেকে মোটামুটি অসুস্থ ও রয়েছি। জ্বর এবং সর্দি লেগেছে। আশাকরি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো ইনশাআল্লাহ। অফিসে কাজের চাপ বেড়েছে এজন্য কাজ গুলো ঠিক ভাবে করতে পারছি না। তবুও নিজের সাধ্যমত কাজ গুলো করে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে অফিস ছুটির পর ভাবলাম আজকে যেহেতু আবহাওয়া ভালো রয়েছে। যাই তাহলে নদীর পাড়ে থেকে ঘুরে আসি।..


আজকে ফিচার আর্টিকেলে একটি রেসিপি পোস্ট স্থান পাচ্ছে। কমিউনিটির সকলের পরিচিত মনিরা ম্যাডাম তিনি মাছের ডিমের পাতুরি তৈরি করে কমিউনিটিতে শেয়ার করেছেন। প্রথম দেখাতেই চোখ আটকে যাবে এমন সুস্বাদু রেসিপির ফটো দেখে। মাছের ডিম আলাদাভাবে রান্না করে খাওয়া যায় তার মধ্যে অত্যান্ত জনপ্রিয় আইটেম হলো এটি।

তিনি ১৫০ গ্রাম মাছের ডিম দিয়ে রেসিপিটি তৈরি করেছেন। লাউ পাতা ব্যবহার না করে তেলাকচুর পাতা ব্যবহার করেছেন। আপনারা তেলাকচুর শাক হয়তোবা সবাই খেয়েছেন। এটা আমার খুব প্রিয় শাক। এই শাক দিয়ে বানানো মাছের ডিমের পাতুরি সত্যিই অনেক লোভনীয় ছিলো।

ফটোগ্রাফি, রেসিপি টাইপ, ডেকোরেশন, বর্ণনা সব বিষয় বিবেচনা করে এই পোস্টটি আজকের ফিচার পোস্ট হিসেবে নির্বাচন করা হলো৷ আপনারা এই পোস্টটি ভিজিট করে একটি মন্তব্য করে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।



5.PNG


ছবিটি মুনিরা আপুর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 2 days ago 

মনিরা আপুর পোস্ট আমার সব সময় ভালো লাগে। পোস্টের বিভিন্নতা চোখে পড়বার মত। তার মধ্যে আজকের এই পোস্টটি ভীষণ ভালো লাগার সৃষ্টি করেছে। ফিচারড পোস্টে দেখে আলাদা করে পোস্টটি পড়তে গেলাম। কারণ খেতে আমি বরাবরই ভালবাসি। তাই মাছের ডিমের পাতুরি মতো একটি বিশেষ পদ আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। আপুকে অনেক অভিনন্দন তার এই পোস্ট ফিচার্ড হওয়ার জন্য।

 22 hours ago 

মনিরা আপু অনেক ইউনিক এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। যেটা দেখেই তো অনেক বেশি লোভ লেগে গিয়েছে। এরকম মজাদার রেসিপি গুলো দেখলেই ইচ্ছে করে খেয়ে নিতে। আপুর তৈরি করা এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। সবকিছু ভালোভাবে বিবেচনা করে আপুয এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 21 hours ago 

ফিচারড আর্টিকেলে মনিরা আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো। মনিরা আপু ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখেই অনেক লোভনীয় লাগছে এবং খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

 20 hours ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমারে রেসিপি পোস্ট নির্বাচিত হয়েছে দেখে খুবই ভালো লাগলো। মাছের ডিমের পাতুরি খেতে সত্যি অনেক মজার হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই রেসিপি পোস্ট নির্বাচিত করার জন্য।

 16 hours ago 

মনিরা আপুর এত মজাদার একটা রেসিপি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে দেখেই তো আমার অনেক ভালো লেগেছে। মনিরা আপু প্রতিনিয়ত অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকে। আপুর তৈরি করা রেসিপি পোস্টগুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। মাছের ডিমের পাতুরি রেসিপি টা অনেক সুন্দরভাবে তিনি তৈরি করেছেন। এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।