"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪১৬ [ তারিখ : ০৪-০৯-২০২৪]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ah-agim


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃআওলাদ হোসেন আজিম । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- অবিবাহিত । তার শখ- কাগজের (কারুকাজ)তৈরি করা , রান্না করা এবংফটোগ্রাফি করা । স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের এপ্রিল মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG

3.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ভেন্ডি বা, ঢেঁড়স চাষ পদ্ধতি। by @ah-agi (তারিখ: 03.09.2024)

আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, ভেন্ডি বা, ঢেঁড়স চাষ পদ্ধতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।ঢেঁড়স আমাদের সকলের খুবই পরিচিত সবজি । সাধারণত শীতকালে ঢেঁড়স বেশি উৎপাদন হয়ে থাকে। তবে সারা বছর ধরে পাওয়া যায় । আমাদের দেশে ঢেঁড়স ব্যাপক চাষাবাদ করা হয়ে থাকে । ঢেঁড়স ভাজি পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না। ঢেঁড়স মাছ দিয়ে রান্না করা যায় । তাছাড়া ঢেঁড়স দিয়ে নানা রকম খুবই মজাদার এবং সুস্বাদ রেসিপি তৈরি করা হয়ে থাকে। ঢেঁড়সের অনেক পুষ্টিগুণ রয়েছে। মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ঢেঁড়স কার্যকরী ভূমিকা পালন করে থাকে।…


আমরা এখানে অনেকেই কৃষি কাজের সাথে সরাসরি জড়িত আবার অনেকের পরিবারের কোনো মেম্বার কৃষিকাজের সাথে জড়িত। বাংলাদেশ হলো কৃষি নির্ভর একটি দেশ। কোন দেশের কৃষি খাত অনেক উন্নত হলে, সে দেশের আমদানি ব্যয় অনেক কমে যায়। অনেক দেশ আছে যারা কৃষি খাতের মূল্য বুঝে কৃষিতে প্রচুর ভর্তুকি দিয়ে কৃষি খাতটা জীবিত রাখে।

আমরা যারা গ্রামে আছি বা যাদের সুযোগ আছে কিছু চাষ করার আমাদের সবারই উচিত নিজের পরিবারের জন্য কিছু নিজেরাই চাষ করা। এতে যেমন কিছুটা অর্থ বাঁচানো সম্ভব আবার ফ্রেশ শাকসবজি খাওয়া সম্ভব। ফরমালিন মুক্ত খাবার খেতে হলে নিজে চাষ করে খাওয়াই অনেক ভালো। আজকের ফিচার আর্টিকেল এর অথর ah-agim ভাই ঢেঁরস চাষের প্রণালী ব্যাখ্যা করেছেন। তিনি ফটোগ্রাফির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছেন।

সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল তিনি গাছ বড় হওয়া অব্দি প্রত্যেকটি স্টেপ দেখিয়েছেন। সবকিছু বিবেচনা করে তার এই পোস্টটি আজকের ফিচারটি আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো।


ছবিটি ah-agim দার ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 16 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে আজিম ভাইয়ার এত সুন্দর একটা পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। ঢেঁড়স চাষ করার পদ্ধতি তিনি অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। ওনার এই পোস্টটা সত্যি অনেক দারুন ছিল। অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 16 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে দারুন একটা পোস্ট সিলেক্ট করলেন। আজিম ভাইয়ের এই পোস্টটা দেখেই তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। ঢেঁড়স চাষ করার পদ্ধতি এত সুন্দর করে তুলে ধরেছে, এটা ফলো করলে যে কেউ পারবে ঢেঁড়স চাষ করতে। আসলে গ্রামে থাকলে সবজি চাষ করার মধ্যেও আলাদা একটা ভালোলাগা কাজ করে। আর সেই সবজি খেতে আরো বেশি ভালো লাগে।

 16 days ago 

আজকের ফিচারড আর্টিকেলে আমার ভেন্ডি বা, ঢেঁড়স চাষ পদ্ধতির পোস্টটি মনোনীত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করবো আরো সুন্দরভাবে কৃষি বিষয়ের উপর বিভিন্ন পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 16 days ago 

ফিচারড আর্টিকেলে আজিম ভাইয়ের নামটি দেখে অনেক ভালো লাগলো দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে করা হয়েছে।ঢেঁড়স চাষ করার পদ্ধতিটা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।সত্যিই পোস্টটি অনেক দারুন ছিল। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

"বন্ধুরা! 🌱👋 আজকের ফিচার আর্টিকেলটি অনেক দ্রুত সার্থক, যা এতে পরিবেশের ওপর ধাক্কা ছোটানোর জন্য ভূ-মাধ্যাকর্ষণীয় ফসল চাষের সুবিধাগুলি উপস্থাপন করে। 🌿

আমাদের এতে নিজেরাই ফ্রেশ খাবার চাষের পদ্ধতি, পোস্ট করা হলে আরও অনেকেই জানতে এবং উপযুক্ত পরিচিতি, তারা ভালো ফসল হতে শিখতে পারবে। 📝

অনুগ্রহ করে ah-agim-ভাইদের এটি জয়েন করেছে, উত্তরে আমাদেরকে ধন্যবাদ। 🙏

সফল Steem-ian হোন। 💪"