"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪১৭ [ তারিখ : ০৫-০৯-২০২৪]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kibreay001


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ কিবরিয়া হোসেন । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- অবিবাহিত । তার শখ- বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করা এবং ফটোগ্রাফি করা । স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের জানুয়ারি মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

ssssss.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


asdas.png

$PUSS কয়েন নিয়ে আমার অনুভূতি by @kibreay001 (তারিখ: 05.09.2024)

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। $puss কয়েন নিয়ে আমার অনুভূতি । আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। অনেক ব্যস্ততা মাঝেও চলে আসলাম আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য। সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আমি গিয়েছিলাম আমাদের মাছের পুকুরে খাবার দেওয়ার জন্য। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে এসে বাড়িতে বেশ কিছু সময় পর হাতমুখ ধুয়ে খাওয়া দাওয়া পর আবারো মাঠে গিয়েছিলাম পাট কাটার জন্য। মাঠে পাট কাটা শেষ করে বাড়িতে এসে গোসল শেষ করে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আবারো চলে আসলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। আজকে অ্যানাউন্সমেন্ট দেখার পরেই ভাবলাম হয়তো সবাইকে সামনের সাত দিন $puss কয়েন নিয়ে পোস্ট করতে হবে। তাই আমি ডিস্কোড সার্ভার থেকে একটি লোগো ডাউনলোড করে চলে আসলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........


আমার বাংলা ব্লগ কমিউনিটির মিমি কয়েন $PUSS এর সাথে সকলেই কম বেশি বেশ পরিচিত। কিছুদিন আগে এই কয়েনটি স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটি মার্কেটে নিয়ে এসেছে। এই কয়েন সম্পর্কে কিবরিয়া আজকে আমাদের মাঝে বেশ দারুন আলোচনা করেছেন এবং তার অনুভূতি পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন।

সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এই কয়েকটি মার্কেটে আসার পরে আগের তুলনায় অনেক উচ্চতায় পৌঁছে গেছে। কিবরিয়া ভাই সেই সম্পর্কে বেশ দারুন আলোচনা করেছে। এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজার হিসেবে কিবরিয়া ভাই আরও আলোচনা করেছেন সকলের ওয়ালেটে কম বেশি $PUSS কয়েন থাকা দরকার।

কিবরিয়া ভাইয়ের পোস্ট থেকে একটি বিষয় স্পষ্ট। ইউজারদের মাঝে এই কয়েনকে ঘিরে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও সবাই এই কয়েনকে ঘিরে অনেকটাই আশাবাদ ব্যক্ত করেছে। তাই সব কিছু মিলেই আমার কাছে এই পোস্টটি অনেক ভালো লেগেছে। এই পোস্ট পড়ার মাধ্যমেই আমরা বুঝতে পারি ইউজারদের মাঝে এই কয়েন্টে ঘিরে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। সবমিলিয়েই পোস্টটি আমার কাছে দারুন লেগেছে। তাই আজকের ফিচার্ড পোস্ট হিসেবে এই পোস্টটিকে মনোনীত করা হলো।


ধন্যবাদ সবাইকে।

Sort:  
 15 days ago 

প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে ফিউচার আর্টিকেল পোস্ট বাছাই করে শেয়ার করা হয়েছে। আসলে একটা কমিউনিটির মধ্যে অনেকগুলো ইউজার থাকে তার মধ্য থেকে সেরা একটা পোস্ট বাছাই করা সত্যি সকলের জন্য বেশ কষ্টকর। সকল ইউজারের মধ্য থেকে আমার পোস্টটি ফিউচার আর্টিকেল হিসেবে বাছাই করে শেয়ার করা হয়েছে দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্টটি বিশ্লেষণ করার জন্য।