Better Life with Steem|| The Diary Game||17 September 2024||

in Incredible India4 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

IMG_20240917_172850_357~2.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌺 সকাল বেলা 🌺

IMG_20240917_085758_970~2.jpg

ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়নি। আজকে আব্বু বাড়ি না থাকায় সকাল বেলার কবুতরের খাবার আমাকে দিতে হয়। তো আমি সুন্দরভাবে কবুতরগুলোকে খাবার দিলাম। অল্প কিছু ওদের এই পাশে বসে রইলাম কবুতরগুলো খাবার খাচ্ছে আমি দেখতে ছিলাম।

বেশ ভালই লাগতেছিল সকাল সকাল ঘুম থেকে উঠে কবুতরকে খাবার দিতে।তারপর সেখান থেকে উঠে রুমে চলে গেলাম। রুমে গিয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হলাম। তারপর সকালের নাস্তা করতে বসে গেলাম। খুব সুন্দর ভাবি নাস্তা করলাম। নাস্তা করে ঘর থেকে বের হলাম।

IMG_20240917_095507_176~2.jpg

ঘর থেকে বেরিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি কলেজে গিয়ে পৌঁছায়। কলেজে গিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করি বেশ অনেকটা সময়। কলেজ থেকে আজকে ৫-৭ বার বেরিয়ে দোকানে যাই আবার দোকান থেকে কলেজের মধ্যে ঢুকি।

IMG_20240917_111357_745~2.jpg

তারপর আমরা সবাই মিলে একটা ক্লাসরুমের মধ্যে বসে পড়ি। সবাই মিলে সেখানে বসে গেম খেলতে শুরু করে দেই। আমাদের সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে গেম খেলি ক্লাস রুমের মধ্যে বসে। বেশ ভালই লাগতেছিল সবার সাথে গেম খেলে। এভাবেই খুব সুন্দরভাবে কেটে যায় সকালবেলাটা।

🌺 দুপুর বেলা+বিকাল বেলা 🌺

IMG_20240917_163028_404.jpg

কলেজ থেকে বাড়িতে আসতে আসতে প্রায় একটা বারের মতো বেজে যায় । বাড়িতে এসে গোসল করে নেই। কিছুক্ষণ বসে থাকি তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে অল্প কিছুক্ষণ শুয়ে শুয়ে বিশ্রাম নেই। তারপর বাড়ি থেকে বের হই ক্রাম বোর্ড খেলার জন্য। সবার সাথে খুব সুন্দর ভাবে ক্রাম বোর্ড খেলতে শুরু করে দেই এসে।

IMG_20240917_172850_357~2.jpg

বেশ অনেকটা সময় ক্রাম বোর্ড খেলার পরে। যখন রৌদ্র একবারে কমে গেছে প্রায় তখন চলে যায় ফুটবল মাঠে ফুটবল খেলতে। আমি অনেকদিন পরে ফুটবল মাঠে ফুটবল খেলতে নেমেছি। আমার কাছে খুব খুব ভালো লাগলো বিষয়টা। আমাকে আমার বন্ধু রা ছোট ভাইরা বড় ভাইরা তেমন একটা ফুটবল খেলে মজা পায়নি।

🌺সন্ধ্যা বেলা+রাত্র 🌺

মানে হচ্ছে সবার মাঝখান থেকে নিয়মিত একজন খেলোয়াড় যদি হারিয়ে যায়। তখন সবাই তাকে কমবেশি মিস করে। তো এমন ভাবে সবাই আমাকে অল্প হলেও মিস করেছে। আমার সাথে ফুটবল খেলে আমারও অনেকটা ভালো লাগলো। আমরা সন্ধ্যার পরও কিছুক্ষণ ফুটবল খেলি মাঠে।

বেশ অনেকটা সময় পরে মাঠ থেকে আমরা বাড়ির দিকে রওনা হই। বাড়িতে এসে আমি গোসল করে নেই। গোসল করে হালকা কিছু নাস্তা করলাম। তারপর কিছুক্ষণ শুয়ে শুয়ে কাটিয়ে দেয় আমি। বেশ অনেকটা সময় পরে সেখান থেকে উঠে ফোনটাকে হাতে নেই। তারপর চেক করি নোটিফিকেশন গুলো। অল্প কিছুক্ষণ পরে পোস্ট লিখতে বসে যাই।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
Loading...
 3 days ago 

আমাদের বাড়িতে যখন গুরুত্বপূর্ণ মানুষ না থাকে তখন অনেক কষ্ট হয়ে যায়, বাড়ির অনেক কাজ তখন আমাদেরকে কি করতে হয়, বাড়ির কাজ করা অবশ্যই ভালো, আপনার সারাদিনে কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর ভাবে সারাদিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন।

 3 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।