Better life with steem || The Diary Game || 14th September, 2024 || বৃষ্টিমুখর একটি দিন

in Incredible India7 days ago
IMG_20240915_004045.jpg
"বৃষ্টিমুখর দিনের কিছু মুহুর্ত"

Hello,

Everyone,

ছোটবেলা থেকে জেনে এসেছি আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। স্কুলে পড়াকালীন এই বর্ষাকাল নিয়ে যে কতবার রচনা লিখেছে তার কোনো ঠিক নেই। তবে এই জানার সাথে অনেকগুলো বছর আগে প্রকৃতির সামঞ্জস্যতা থাকলেও, গত বেশ কয়েক বছর ধরে প্রকৃতির জলবায়ু পরিবর্তনের কারণে, তেমন কোনো সামঞ্জস্যতা লক্ষ্যিত হয় না।

এ বছরও ভেবেছিলাম বর্ষাকালকে বর্ষাকালের মতন করে হয়তো উপভোগ করা হয়ে উঠবে না। তবে বেশ কিছুদিন আগে এতো পরিমাণে বৃষ্টি হয়েছিল যে, তাতে বর্ষাকাল উপভোগ করার থেকেও, বর্ষার কারণে প্রকৃতির যে রূপ সৃষ্টি হয়েছিল তা মনে ভয় জাগিয়ে তুলেছিলো।

IMG_20240914_215057.jpg
"মুষল ধারায় বৃষ্টি হওয়ার মুহুর্ত"

চারিদিকে শুধু জলের ভয়াবহতার খবর শোনা যাচ্ছিলো। জনজীবনও বড্ড বেশি বেহাল হয়ে পড়েছিলো তিন চার দিনের টানা বৃষ্টিতে। সত্যি কথা বলতে আমরা যারা গৃহবধূ তাদের ক্ষেত্রে হয়তো এই বৃষ্টি উপভোগ্য। তবে কাজের প্রয়োজনে যাদেরকে প্রতিদিন বাড়ির বাইরে বেরোতে হয়, তাদের জন্য এই বৃষ্টি বিরক্তির পাশাপাশি বয়ে আনে শারীরিক অসুস্থতাও।

তবে সেই দিন পার করে আবার রৌদ্র ঝলমল পরিবেশ দেখার সুযোগ হয়েছিলো গত কয়েকদিন। ভেবেছিলাম হয়তো বৃষ্টি বিদায় নিয়েছে এ বছরের মতো। কিন্তু ওই যে বললাম প্রকৃতি সম্পর্কে কোনো কিছুই সঠিকভাবে বলা সম্ভব নয়। এই কারণেই আবার নিম্নচাপের প্রভাব শুরু হয়েছে। গতকাল রাত থেকে একটানা বৃষ্টি শুরু হচ্ছে। খবরে যা শুনলাম আগামী ২৪ ঘন্টাও নাকি এইরকম আবহাওয়ায় থাকবে।

মাঝের একটানা রৌদ্রজ্জ্বল দিনের গরম আবহাওয়া জনজীবনকে সত্যিই অস্থির করে তুলেছিলো, তাই আজকের একটানা বৃষ্টি বেশ কিছুটা স্বস্তি দিয়েছে এ কথা অস্বীকার করতে পারছি না। এর মাঝে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, গতকাল থেকে শুরু হওয়া নিম্নচাপ প্রায় সব জায়গাতেই একই রকম ভাবে প্রভাব ফেলেছে।

IMG_20240914_215130.jpg
"ছাদের জল প্রায় ঘরে ওঠার উপক্রম হয়েছিলো"

যাইহোক বৃষ্টির উপভোগ করবো, নাকি বৃষ্টির কারণে সাধারণ মানুষের জনজীবনের যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় সেটা নিয়ে আফসোস করবো, সেই সমস্ত কিছুর বিতর্ক উপেক্ষা করে, আজ এক বৃষ্টিমুখর দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করতে এলাম। চলুন শুরু করি, -

1672344690977_010726.jpg

"সকালবেলা"

IMG_20240914_215113.jpg
"ঘুম থেকে উঠে এমন আবহাওয়া দেখেছিলাম "

আজ ঘুম ভেঙেছে অনেকটা দেরিতে। সময় মত এলার্ম বেজেছিল ঠিকই, কিন্তু ঘুমের ঘোরে কখন এলার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘড়ির কাঁটায় যখন ৯.০৫ বাজে, হঠাৎ করে ঘুম ভাঙলো। অন্যান্য দিনের থেকে প্রায় দেড় ঘন্টা লেটে ঘুম থেকে উঠে, কোন কাজটা শুরু করব সেটা বুঝে উঠতে আরও কিছুটা সময় অতিবাহিত হলো। তড়িঘড়ি নিচে এসে আগে চা বসলাম। ততক্ষণে শশুর শাশুড়ি কেউই ঘুম থেকে ওঠেননি, ঠান্ডা আবহাওয়া পেয়ে সকলেই ভালো ঘুমিয়েছে।

শুভকে অফিসে যেতেই হবে, সেই কারণে আগেই ভাত বসিয়ে দিয়ে ওকে চা দিয়ে আসলাম। এরপর নিচে এসে শুধু ডিমের কষা আর ঢেঁড়স ভাজা করেছিলাম ওর টিফিনের জন্য। রুটি করার সময় ছিল না।

IMG_20240914_215230.jpg
"আজকের ব্রেকফাস্ট-ডালিয়া"

ব্রেকফাস্ট এর জন্য অনেকটা সময় ইতিমধ্যে পেরিয়ে গিয়েছিলো। সেই কারণে প্রেসার কুকারে ডালিয়া রান্না করে নিয়েছিলাম। শুভ অবশ্য ডালিয়া খায়নি। ও হরলিক্সের সাথে কনফ্লেক্স দিয়ে ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে গিয়েছিল।

1672344690977_010726.jpg

"দুপুরবেলা"

IMG_20240914_213431.jpg
"জামাকাপড় ফ্যানের হাওয়ায় শুকানোর কৌশল"

গতকাল রাত থেকে একটা না বৃষ্টিতে জামা কাপড় শুকানো অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে, এই কারণে শাশুড়ি মা ঘরের মধ্যে দড়ি টানিয়ে জামা কাপড় মেলে দিয়েছিলেন, যাতে ফ্যানের হাওয়ায় অন্ততপক্ষে শুকায়।

IMG_20240914_220434.jpg
"পুজো শেষ করে যখন তুলসী মঞ্চে জল দিতে গেলাম,তখনও এমন বৃষ্টি হচ্ছে"

আজকে সকালেই ঘুম থেকে উঠতে লেট হয়েছিলো, তাই বৃষ্টি মুখর দিনে দুপুর বেলায় বেশি কিছু না, শুধু খিচুড়ি দিয়ে লাঞ্চ হবে ঠিক হয়েছিলো। এই কারণে শাশুড়ি মা রান্না ঘরে গেলে, আমি কমিউনিটির একটু কাজ শেষ করে, তারপর স্নান করে একেবারে পুজো দিয়ে নিলাম।

পিকলুর জন্য আলাদা করে একটু খিচুড়ি বসিয়েছিলাম। কারণ আমাদের জন্য রান্না করা খিচুড়ির মধ্যে মুগডাল থাকবে, ঝাল থাকবে সেটা ওকে দেওয়া যাবে না। তাই ওর খিচুড়ি হয়ে গেলে, আগে ওকে খাইয়ে দিলাম। তারপর আমরা সকলে মিলে লাঞ্চ করলাম।

IMG_20240914_215453.jpg
"আজকের লাঞ্চ-খিচুড়ি ও বেগুনি"

বৃষ্টির দিনে খিচুড়ির সাথে বেগুনি থাকলে লাঞ্চটা একেবারে জমে যায়। খাওয়া দাওয়া করে সবাই যে যার মতন ঘুমিয়ে পড়লো। আমিও কমিউনিটির কাজ করতে করতে কখন যেন একটু ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। বাইরে তখন অঝরে বৃষ্টি হচ্ছে।

1672344690977_010726.jpg

"সন্ধ্যাবেলা"

IMG_20240914_220321.jpg
"শুভর ফোন থেকে পাঠানো ছবি, তখন ও বৃষ্টির কারনে একটি দোকানে দাড়িয়েছিলো।"

শনিবার শুভ একটু আগে অফিস থেকে ফিরে আসে, কিন্তু বৃষ্টির কারণে ও আটকে পড়েছিলো। বেশ কিছুক্ষণ বাদে শুভর বাইকের হর্ন শুনেই ঘুমটা ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যা পুজো দিয়ে নিয়ে, আমি পুনরায় কমিউনিটির কাজ নিয়ে বসলাম।

দুপুরে ঘুমানোর পর থেকেই মুডটা বিনা কোনো কারনেই অফ হয়ে রয়েছে। কোনো কিছুই ভালো লাগছে না। মনটাই কেমন যেন খারাপ লাগছিলো, হয়তো এমন আবহাওয়ার কারণেই।

তাই পাশে ফোনে পছন্দের বেশ কিছু গান চালিয়ে শুনছিলাম, সাথে সাথে কমিউনিটির কাজগুলো দেখছিলাম। অনেকদিন বাদে চুপচাপ, একলা ঘরে বসে গানগুলো শুনতে শুনতে, পুরনো অনেক কথা মনে পড়লো, আর অদ্ভুতভাবে মনটা অনেক বেশি খারাপ হতে শুরু করলো। তাই গানটা বন্ধ করে দিলাম।

1672344690977_010726.jpg

"রাত্রিবেলা"

IMG_20240914_215304.jpg
"শশুর মশাইয়ের সুগার মাপার পূর্বে তোলা ছবি"

মুডটা একটু ঠিক করার জন্য বান্ধবীদের সাথে হোয়াটসঅ্যাপে বেশ কিছুক্ষণ চ্যাট করলাম। খুব তাড়াতাড়ি কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম। মনটা অনেকখানি ঠিক হওয়ার পর, শ্বশুর মশাইয়ের সুগার চেক করে চলে গেলাম রুটি করতে।

IMG_20240914_001746.jpg
"আমার ডিনার- অপছন্দের রুটি,সাথে অবশ্য পছন্দের ছোলার ডাল ও ডিম-আলু ভাজা"

রাতে অবশ্য শুভ খিচুড়ি খেয়েছিলো। আমিও শাশুড়ি মা রুটি খেয়েছি। এবার অনেকেই অবাক হবেন আমি রুটি খেয়েছি শুনে, তবে কখনো কখনো একার জন্য আলাদা করে কিছু রান্না করার থেকে, অপছন্দের একটা রুটি খেয়ে নেওয়া আমার জন্য বেশি সহজ।

যাইহোক বাইরে এখনও বৃষ্টি পরছে।খাওয়া-দাওয়া অনেকক্ষণ আগেই শেষ করে, পোস্ট লেখা শুরু করেছি।এরপর কমিউনিটির কাজ কিছুক্ষণ দেখে শুতে চলে যাবো।

আগামীকালের শুরুটা কিভাবে হবে জানিনা, তবে চেষ্টা করবো যাতে আজকের মতো লেট না হয়। আপনারা বর্ষণমুখর দিনগুলো কিভাবে উপভোগ করেন, অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

Sort:  
Loading...
 6 days ago 

বৃষ্টির সময় গৃহবধূরা ঘরেই থাকে, কিন্তু যারা বাইরে কাজ করতে যায় তাদের কিছুটা কষ্ট হয়, আপনি ঠিক বলেছেন প্রকৃতি নিয়ে অগ্রিম কোন কিছু বলা খুব মুশকিল। আমাদের মাঝে মাঝে এরকম হয় ঘুমের আধিকত্যার কারণে এলার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে যাই, বৃষ্টির দিনে কাপড় শুকানোর অন্যতম একটা পন্থা হচ্ছে ফ্যান চালিয়ে কাপড় শুকাতে দেওয়া। আপনার সারাদিনে কার্যক্রম থেকে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 days ago 

কি আর করা যাবে যখন সূর্য দেবতা লুকিয়ে পড়ে, তখন জামাকাপড় শুকানোর একমাত্র ভরসা ফ্যান। তাই এই সময় সব ঘরেই বোধহয় এই উপায় অবলম্বন করা হয়। আর বলবেন না, গতকালের মতো এতো গভীর ঘুম যে কতমাস ঘুমাইনি আমার মনে পড়ে না। যাইহোক, ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 6 days ago 

সময়ের পরিক্রমায় ঋতু তাদের বৈশিষ্ট্য মেনে চলছেনা। এই যে ধরুন বর্ষাকালে প্রচুর খরা, শরৎকালীন মুষলধারে বৃষ্টি। গত দুইদিন ধরে অলস সময় পার করছি, প্রচুর বৃষ্টির কারণে কলেজেও যেতে পারিনি। গত দুইদিন ছুটি ছিল তাই সমস্যা হয়নি তবে আজ প্রচুর সমস্যা হচ্ছে।

 6 days ago 

বৃষ্টির মজা বাড়িতে বসেই উপভোগ করা সম্ভব, তবে এমন আবহাওয়ায় বাইরে বেড়োনো শাস্তিস্বরূপ। তবে পড়াশোনা হোক বা জীবিকা দুই ক্ষেত্রেই অনেক মানুষরাই বাইরে বেড়োতে বাধ্য হন। আশাকরি এই নিম্নচাপ খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনাকে ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্যে। ভালো থাকবেন।

 6 days ago 

এতদিন যে গরমের তীব্রতা ছিল সেই তুলনায় এই নিম্নচাপ অনেক ভালো। কিন্তু, খুব বেশিদিন হওয়ার কারণে ঘর থেকে বের হওয়া সম্ভব না হওয়ায় এখন এটা এনজয় করতে আর ভালো লাগছে না। আমিও আশাবাদী খুব দ্রুত এই নিম্নচাপ শেষ হবে এবং আবহাওয়া তার পূর্বের অবস্থায় ফিরে আসবে।

CONGRATULATIONS!!

Your post has been supported by TEAM SHINING STARS. We support quality posts, good comments anywhere, and any tags.


1000152665.gif

Curated by : @wilmer1988
 2 days ago 

Thank you for your support @wilmer1988 Sir.