"আমার ডাক্তার দেখানোর (প্রথম দিন )"

in Incredible India3 days ago

বিসমিল্লাহির রহমানির রহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সুস্থ আছেন।

আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছে বিষয়টি হলো: আমার ডাক্তার দেখানোর প্রথম দিন।

আপনারা সকলেই জানেন আমি কিছুদিন ধরে অসুস্থ এই অসুস্থতার কারণে চাকরি থেকে কিছুদিনের জন্য অবসরে এসেছি। তাই নিজেকে সুস্থ করার জন্য ডাক্তার দেখানো খুবই প্রয়োজন।

তাই আসার পর থেকেই কবিরাজ বা হোমিওপ্যাথি দুজনের চেষ্টা করার পর আব্বু মনে করে তাদের অনেক লেট করবে এদিক দিয়ে আমার অসুস্থতা বাড়তে থাকবে কষ্ট বাড়তে থাকবে।

তাই 15 তারিখে ঠিক করে ভালো কোন হসপিটালে ভালো কোন ডাক্তার দেখাবে। তাই আব্বুর কথাই আমি রাজি হয়ে যাই। কোথায় দেখাবে সেই পরামর্শটা আমাদের ফ্যামিলি কাছ থেকে নিয়ে একেক জন একেক হসপিটালে নাম কথা বলে। লাস্টের দিকে দাদা বলে ওঠে পপুলারের নিয়ে যেতে ওইখানে উন্নত জাতের মেশিন এবং ভালো ডাক্তার বাসায় আর ভালো করে দেখবে ইত্যাদি।

গুরুজনের কথা বলে সকলেই রাজি হয়ে যায় অনলাইন থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে তারপর আব্বুকে ধরিয়ে দিয়ে সিরিয়াল দেয়। ১৬ তারিখে ১৪ নম্বর সিরিয়াল দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বসে নয় তালা ৯০৬ নাম্বার রুম এ কথাগুলো বলেই কল কেটে দেয়।

পরের দিন আমি একা একা যেতে পারবো কিন্তু পরীক্ষা নিরীক্ষা দৌড়াদৌড়ি করতে গেলে একজনের দরকার পড়ে। আব্বুর বাড়িতে অনেক কাজ আছে যদি আব্বু চলে যাই তাহলে আম্মু সকল কিছুই দেখাশোনা করতে হবে। আম্মুর উপর চাপটা পড়ে যাবে বেশি। তাই মামাকে ফোন দেয় আমার সাথে যেতে বলে প্রথমে আমতা আমতা করলেও আব্বুর ভয়ে রাজি হয়ে যায়।

মামার সাথে সিরিয়াল বিষয়ে কথা বলি কখন বের হতে হবে তা জানিয়ে দেয় দুপুর ২:৩০ এ বাড়ি থেকে বের হলে ময়মনসিংহ যেতে এক ঘন্টা সময় লাগবে যদি জ্যাম থাকে তাহলে আরও বেশি লাগবে।
আর এটার দিকে আমি ফোন দেই মামাকে তখন আমাকে বাড়ি থেকে বের হতে বলে আমি আস্তে আস্তে আগের কাগজপত্র নিয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়ি।

IMG20240916150135.jpg

IMG20240916150145.jpg

বাস স্ট্যান্ড এসে প্রথমে ডাচ বাংলা ব্যাংকে চলে আসি টাকা তোলার জন্য ডাক্তার দেখাতে গেলে টাকা কি পরিমান যেন লাগে যে ডাক্তার দেখাই সেই জানে। মামার অপেক্ষা করতে থাকি ৩০ মিনিট পর মামা আসে তখন একটি বাসও নাই তাই সিএনজি করে। সামনে বসানোর কারণে একটু অসুস্থতা হয় ঘুমে ধরে ঢলে পড়ে যাই। এভাবেই ময়মনসিংহ বাইপাস পর্যন্ত চলে আসি।

IMG20240916152052.jpg

ময়মনসিং বাইপাস থেকে চরপাড়া যাওয়ার জন্য একটি অটো ঠিক করি, আস্তে ধীরে আসতে থাকি জ্যামের কারণে বিশ মিনিটের মধ্যেই পপুলার হসপিটাল এর সামনে চলে আসি। সিঁড়ি দিয়ে ওঠা যাবে না কেননা এটা নবম তলায় ডাক্তার বসে গিয়ে শরীরের আরো খারাপ অবস্থা হয়ে যাবে তাই লিফটে উঠতে হবে এই হসপিটালে ছয়টা লিফট কিন্তু মানুষ প্রচুর। একেক লিস্টের সামনে ৫০ থেকে ১০০ জন দাঁড়িয়ে আছে। শুধু যারা ইমার্জেন্সি ভাবে যাবে তারা একটি লিফট ব্যবহার করতেছে। আমরা প্রায়ই ৫০ জনের পরে দাঁড়িয়ে আছি। মামা আমাকে বুদ্ধি দেয় তুই একটি হুইল চেয়ার নিয়ে আসো তোমাকে বসিয়ে নিয়ে চলে যাই।

IMG20240916164947.jpg

আমি মুচকি হেসে কথা বলি প্রথমেই এটা করা উচিত ছিল কিন্তু আমরা তো বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সেজন্য সবাই দেখে ফেলেছে মানুষকে বলবে সেটাই। আর মোটকথা প্রতিটি হুইল চেয়ারের পিছনে একটি করে মানুষ থাকে হসপিটালের পক্ষ থেকে।

তারা কি আমাকে দেখে নিই সেজন্য আর মনে হয় যাওয়া হবে না কিভাবে দেখতে দেখতে দুইবার আসা-যাওয়া হয়ে গেছে একবার লিফট উঠতে ২০ মিনিট সময় লাগে ১৫ তালাই। অবশেষে লিফটে উঠতে পারলাম ‌।

যাওয়ার পর দেখি ডাক্তার অলরেডি চলে এসেছে দেখা হয়ে গেছে প্রায় আট জন লোক দেখা হয়ে গেছে। ডাক্তারের ভিজিট ছিল ১২০০ টাকা কিছুক্ষণ অপেক্ষা করার পর। আমার সিরিয়াল আসতেই আমরা ডাক্তারের সাথে কথা বলি কিছুক্ষণ কথা বলার পর আমার সমস্যাগুলো বলার পর কিছু টেস্ট হাতে ধরিয়ে দিয়ে দেই করিয়ে নিয়ে আসতে আজকে রাত দশটার আগে।

রিপোর্ট করানোর জন্য কাউন্টারে গিয়ে দেখি আমার পরীক্ষার পরিমাণ সাতটা এমআরআই দিয়েছে সেটা নিচে কিন্তু একটার দামি ৭০০০ টাকা আর বাকি পরীক্ষা গুলো অনেক। সর্বমোট আমাকে আসে ১৬০০০ টাকা পরীক্ষায। আমাদের কাছে ছিল ১৪ হাজার তাই দুই হাজার টাকা কম খাওয়াতে আমরা ১০০০০ টাকা দেই তারপরের দিন রিপোর্ট নেওয়ার পর বাকি ৬ হাজার টাকা দিব।

প্রথমত আমাকে এক্সরে করার জন্য দ্বিতীয় তালায় চলে আসি তিনটা এক্সরে করে বাকি পরীক্ষার তলায় চলে আসি রক্ত পরীক্ষা চতুর্থ তলায় রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষা ছিল মোট সাতটা। রক্ত দেওয়ার পর তৃতীয় তালায় এমআরআই করার জন্য নিচে চলে আসি কিন্তু এখানে এসে দেখি প্রচুর ভিড় আমার সিরিয়াল ৪০ নম্বর কিন্তু প্রতি ২০ মিনিট ৩০ মিনিট পরপর একজন চলে যেতে পারছে। কেবলমাত্র ১১ নম্বর সিরিয়াল।

আমাকে জানাই তিন থেকে চার ঘণ্টা পর আপনি পাবেন। আমার সকল পরীক্ষায় ৭ টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল তাই আরো 4 ঘন্টা যোগ করলে ১১ টায় আমার পরীক্ষা শুরু হবে তাই নিচে চলে আসি কিছু খাওয়ার জন্য দুজন মিলে দুটো মোগলাই খাওয়া-দাওয়া করে চা খাওয়ার জন্য চার দোকানে চলে আসি।

IMG20240916191347.jpg

দুই ঘন্টা নিচে থাকার কারণে আমাদের সিরিয়াল কত নাম্বারে এসেছে তা জানার জন্য আমি চলে আসি এসে দেখি ৩৩ নাম্বার সিরিয়াল। কিছুক্ষণ বসে থেকে আর ভালো লাগছে না তাই আবার নিচে নামার জন্য সিঁড়ি ব্যবহার করি লিফট কাছে অনেক লোক ছিল।

কত নাম্বার সিরিয়াল আছে আমি বলি ৩৩ নম্বর মামা জোর করে পড়ে নিয়ে আসে আর সাতটায় তো আছে। আসার পর দেখি আর সিরিয়াল ডাকে নাই কেন রাত্রে খাওয়া দাওয়া তারা শুরু করে দিয়েছে। এদিক দিয়ে সময় অতিবাহিত হচ্ছে। নয়টা ৪৭ দিকে আবার শুরু হয়।

IMG20240916213546.jpg

আমার সিরিয়াল আসতে রাত এগারোটা ১০ আমাকে রেডি হতে বলে। আমার যা কিছু আছে মোবাইল মানে ঘড়ি সকল জিনিস বাইরে রেখে যেতে বলছে। এগারোটা পনের দিকে ভিতরে চলে আসি একটি বিছানায় শুয়ে দেয় তারপর সাদা চাদর দিয়ে ঢেকে দেয় শরীরটা।

চুপ করে শুয়ে থাকি আমি বাহিরে বের হয়ে ১১ টা ৪০ এর দিকে। রিসিপশন থেকে বলে দেয় কাল বিকাল চার দিনটায় আমাদের হসপিটালে চলে আসতে। আমি আর মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। বাস স্ট্যান্ড এসে একা একা যেতে পারবো না তাই আব্বু আসছেন চলে আসে আসার পর দুজনে একসাথে আবার বাড়িতে চলে আসি।

আজকে পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 3 days ago 

অসুস্থ হওয়ার পর প্রথমেই যদি ভালো ডাক্তার দেখানো যায় তাহলে সেই অসুস্থতা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়, আর যদি অসুস্থ হওয়ার পর অবহেলা করা হয় তাহলে সেটা বড় ক্ষতির কারণ হয়, আপনি ডাক্তার দেখিয়ে খুব ভালো করেছেন, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।