সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি। সাদা রংয়ের ফুল দেখতে অনেক সুন্দর।

in Incredible India10 days ago

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রাখি সব সময় ভালো থাকবেন। আমি আজকে আপনাদের মাঝে সুন্দর একটি সাদা রংয়ের ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। জানি না কতোটা ভালো লাগবে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে। তবে আশা করি ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের ফটোগ্রাফি সম্পর্কে কিছু কথা।

1000014798.jpg

ফুল পৃথিবীর যে কোনো প্রান্তে দেখা যায় কারণ পৃথিবীর সব মানুষ ফুল পছন্দ করে। ফুল যদি মানুষ না পছন্দ করত তাহলে কিন্তু কখনো পৃথিবীর সব জায়গায় ফুল দেখা যেতো না। সবাই ফুল পছন্দ করে বলে যে কোন একটি জায়গায় গেলে আমরা ফুল দেখতে পাই এবং উপভোগ করি।

1000014797.jpg

আজকে যে ফুলটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এই ফুলটি আমি অনেক দিন আগে ধারণ করেছিলাম। যাইহোক সবুজের মধ্যে সাদা ফুল ফুটে আছে দৃশ্যটি কিন্তু দেখতে অসাধারণ। হয়তো বা ফটোগ্রাফিতে বোঝা না গেলে ও দৃশ্যটি সামনে থেকে দেখতে অসাধারণ ছিলো। কারণ এই দৃশ্যটি আমি উপভোগ করেছি এবং নিজের চোখে দেখেছি। তাই আমি ভালো ভাবে বলতে পারি এই দৃশ্যটি সত্যি আমার কাছে আনন্দ নিয়ে এসেছিল।

1000014796.jpg

এটা নতুন কিছু না ফুল আমি পছন্দ করি এবং ভবিষ্যতেও পছন্দ করে যাবো। আমরা অনেক মানুষ আছি ফুল পছন্দ করি ঠিক কিন্তু ফুলের মর্যাদা দিতে পারি না। কারণ আমি আমার চোখের সামনে অনেক মানুষকে দেখেছি তারা ফুল গাছ থেকে ফুল নিয়ে চলে যায়। আমি সত্য কথা বলতে এই সব মানুষদের কে ঘৃণা করি। কারণ ফুলটি গাছে যতোটা সুন্দর লাগছিল সেই মানুষটির হাতে কিন্তু সুন্দর লাগবে না।

1000014789.jpg

তাহলে কেনো ফুল ছিড়ে হাতে নিয়ে কি লাভ গাছের জিনিস গাছেই বেশি সুন্দর লাগে। এটা কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারবো না। আপনারা অনেকে জানেন তবুও অজানার ভাব করে এই ভুলটি করে থাকেন। আমার সত্যিই রাগ হয় যখন কেউ ফুল ছিড়ে নষ্ট করে। আমরা কিছু সময়ের আনন্দ খোঁজার জন্য এই একটি ফুল নষ্ট করে থাকি।

1000014788.jpg

আসলে এই ফটোগ্রাফি যেখান থেকে আমি ধারণ করেছিলাম সেখানে আমাদের বাংলাদেশি একটি ভাই একটি ফুল ছেড়েছিল। যার জন্য তাকে জরিমানা দিতে হয়েছিল মনে মনে আমি অনেক খুশি হয়েছিলাম। এবং এক পর্যায়ে তাকে অনেক বকাবকি শুনতে হয়। কিন্তু যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কিন্তু সেই ভাইটি এমন ভুল আরো অনেক করতো। এখন যদি সেই ভাইটি একটু বোঝে তাহলে সে জীবনে কখনো ফুল ছাড়বে না।

কারণ অনেক মানুষের সামনে তাকে অপমান হতে হয়। আমি মনে করি যে সকল মানুষেরা ফুল নষ্ট করে তাদের কে এ ভাবে সবার সামনে অপমান করা উচিত। তাহলে তারা আর কখনো এ ভাবে ফুল নষ্ট করবে না। ফুল নষ্ট করে আমাদের কি এমন লাভ হয় আমি বুঝি না। ফুলটি গাছে থাকলে যতোটা সুন্দর লাগে আমাদের কাছে ততটা সুন্দর লাগে না।

মানুষের সৌন্দর্য বাড়িয়ে আনার জন্য আরো অনেক পদ্ধতি আছে। আমরা সেই সকল পদ্ধতি গুলো না ব্যবহার করে ফুল নষ্ট করে সৌন্দর্য বাড়াতে চাই। এমন মানুষ আমাদের চলার পথে আমরা অনেক দেখি এবং আছে। তাই সবাইকে একটি কথা বলতে চাই। আমরা একটু সচেতন হয়ে ফুল নষ্ট না করে গাছের জিনিস গাছে রাখি। গাছ থেকে এই সুন্দর ফুল গুলো আমরা উপভোগ করতে পারি। এবং সত্যিই এই ফুল গুলো আমাদের মনে আনন্দ নিয়ে আসবে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 9 days ago 

আপনার ফটোগ্রাফি পোষ্টের মধ্য দিয়ে অনেকদিন পর দেখতে পেলাম সাদা রঙের এই টাইম ফুল। সাধারণ আমার কাছে অনেক পছন্দের একটি রং। আপনি আজকে ফটোগ্রাফি সহ ফুলের বর্ণনা খুব ভালো ভাবে দিয়েছেন অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 2 days ago 

সাদা রং আপনার অনেক পছন্দ এটা জানতে পেরে ভালো লাগলো অনেক। আজকে এই সাদা রংয়ের ফুলটি শেয়ার করেছিলাম বলে আপনার পছন্দের রংটি জানতে পারলাম। সুন্দর মন্তব্য শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

আপনার ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে।ফুলগুলো আরো বিভিন্ন রঙের হয়ে থাকে। ফুলগুলো ঘাস ফুল নামে অপরিচিত । এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

আমি এই ফুলের নাম জানি না আমি অধিকাংশ ফুলের নামই জানি না কিন্তু ফুল দেখতে এবং ফুলের ফটোগ্রাফি ধারণ করতে আমার ভালো লাগে। এবং আপনার মন্তব্য পেয়ে আমি আনন্দিত। ভালো এবং সুস্থ থাকবেন।

 8 days ago 

সাদা রঙের উপর আর কোন জিনিসই হয় না। সাদা রং যেন একটা অন্যরকম ঐতিহ্য রয়েছে। সাদা রঙের যেকোনো ফুল আমার খুব ভালো লাগে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলি খুব সুন্দর হয়েছে। এই টাইম ফুল গুলো এখন রং বেরঙের হয়। সুন্দর ফুলের পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

সাদা রঙের জিনিস সবসময় ভালো হয় এটা আমিও বিশ্বাস করি কিন্তু আমার সবচেয়ে বেশি কালো রঙের জিনিস পছন্দ হয়। যাই হোক রংটি নিজেদের ব্যক্তিগত এবং এই ফুলের আরো বিভিন্ন রঙের হয়ে থাকে যেটা আপনার কমেন্টে দেখতে পেলাম এবং জানতে পারলাম। এবং সাদা রংয়ের ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এটা সত্যি আমার কাছে ভালো লাগা কাজ করছে।

 7 days ago 

আগে প্রায় প্রতিদিনই এই ফুল দেখতাম তবে বর্তমানে আর দেখতে পাই না। মাত্র এক বছর আগেও আমাদের ক্যাম্পাসে এই ফুল ছিল। যাই হোক এক বছর পর আপনার পোষ্টের ফটোগ্রাফির মাধ্যমে এই ফুল আবার দেখতে পেলাম।
ধন্যবাদ ফুলের ফটোগ্রাফি পোস্ট করার জন্য।

 2 days ago 

আমাদের দিকে এখনো এই ফুল দেখা যায় জানিনা আপনাদের দিকে কেনো দেখা যাচ্ছে না। সমস্যা নেই চলতে পথে আবারো সরাসরি দেখতে পাবেন আপনি ইনশাল্লাহ। এবং আমার ফটোগ্রাফির মাধ্যমে এই ফুলের দেখা পেয়ে আপনার ভালো লেগেছে এটা জানতে পেরে ভালো লাগলো।