করিমের শিক্ষা - ছোট গল্প: ১৫

in #field7 days ago

আমার লেখা ছোট গল্প - ১৫
"করিমের শিক্ষা"

ছোট্ট এক গ্রামে এক কৃষক বাস করত। তার নাম ছিল করিম মিয়া। করিম মিয়া তার ছোট্ট ফসলের মাঠে চাষ করত আর ফসল ফলাতো। কিছুদিন যাবত অনেক গরম পরছিল। অনেকদিন কোন বৃষ্টি নেই, আকাশে কোনো মেঘও ছিল না। করিম মিয়ার ফসলগুলো সব শুকিয়ে যেতে লাগল। করিম মিয়া চিন্তিত হয়ে পড়ল আর ভাবল, "যদি বৃষ্টি না হয়, তাহলে এবার তো ফসল সব নষ্ট হয়ে যাবে !"

20240912_181025.jpg

তখন তার বৃদ্ধ বাবা তাকে ডেকে বললেন, "সেচ দাও করিম, এই মাটি নিজেই ফসলকে তার প্রাণ ফিরিয়ে দেবে।" করিম মিয়া বাবার কথা শুনে সে তার ক্ষেতে সেচ দিল। কয়েকদিন পর সে দেখল ফসলগুলো সবুজ হয়ে উঠেছে। করিম মিয়া বুঝল, যত্ন আর সঠিক সময়ে সেচ দিলে, প্রকৃতি তার প্রতিদান অবশ্যই দেয়।

এটাই ছিল করিম মিয়ার শিক্ষা—পরিশ্রম আর ধৈর্যই সাফল্যের চাবিকাঠি।