ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৬৯ (৩০ -০৮-২৪ থেকে ০ ৬-০৯-২৪)

in #blogger3 days ago

বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৬৯ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @kausikchak123
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL AUTHOR UPVOTE POST LINK
বাঙালির জুতোর প্রিয় সলিউশন - শ্রীলেদার্স। একটি প্রতিবেদন
প্রতিবাদী কবিতা 'শ্লোগান'। কলমের ক্ষমতা হোক প্রতিবাদের প্রথম আঁতুড়ঘর
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- কৌশিক চক্রবর্ত্তী। স্টিমিট আইডি - @kausikchak123। বাসস্থান- পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক।নিজেকে ভালোবাসেন অক্ষরকর্মী হিসেবে কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত রয়েছেন৷ সে সাথে কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় উনার কবিতা ও প্রবন্ধ। উনার প্রকাশিত বই সাতটি৷স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন ২০২৪ সালের মে মাসে। বর্তমানে স্টিমিট জার্নির বয়স চার মাস।